সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী - রণ সঙ্গীত
  • রণ সঙ্গীত রাষ্ট্রীয় অনুষ্ঠানে কত চরণ বাজানো হয় প্রথম ২১ লাইন (চল্‌ চল্‌ চল্‌)।
  • রণ সঙ্গীত প্রথম প্রকাশিত হয় করে ১৯২৮ সালে।
  • রণ সঙ্গীত প্রথম প্রকাশিত হয় শিখা পত্রিকায়।
  • রণ সঙ্গীত প্রথম প্রকাশিত হয় নতুনের গান শিরোনামে।
  • রণ সঙ্গীতের গীতিকার ও সুরকার কাজী নজরুল ইসলাম।
  • রণ সঙ্গীত নজরুলের সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে ।
  • বাংলাদেশের রণসঙ্গীতটি গৃহীত হয় ১৩ জানুয়ারি, ১৯৭২ সালে
Content added By

Promotion