সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী - পূর্ব আফ্রিকা

রাষ্ট্রীয় নাম 

রাজধানী 

মুদ্রা 

কেনিয়া 

নাইরোবি 

শিলিং 

তাঞ্জানিয়া 

দারুস সালাম, দোদোমা 

শিলিং 

মাদাগাস্কার 

আনতানারিভা 

এরিয়ারি 

সিচিলিস 

ভিক্টোরিয়া 

রুপি 

কমোরোস 

মরোনি 

ফ্রাঙ্ক 

জিবুতি 

জিবুতি 

ফ্রাঙ্ক 

সোমালিয়া 

মোগাদিসু 

শিলিং 

মালাবি 

লিলাংগুয়ে 

কোয়াচ 

জিম্বাবুয়ে 

হারাবে 

ডলার 

মোজাম্বিক 

মাপুতে 

মেটিছল 

মরিশাস 

পোর্ট লুইস 

রুপি 

ইথিওপিয়া 

আদ্দিস আবাবা

বির 

ইরিত্রিয়া 

আসমারা 

নাকফা

ইসওয়াতিনি 

মেবেন, লোবাম্বা 

ফ্রাঙ্ক 

 

Content added By
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Zimbabwe
  • রাজধানীঃ হারারে
  • ভাষাঃ শোনা, ইংরেজি
  • মুদ্রাঃ ডলার

জেনে নিই 

  • জিম্বাবুয়ে শব্দের অর্থ- House of the Chief
  •  জিম্বাবুয়ের পূর্ব নাম- দক্ষিণ রোডেশিয়া।
  •  মিলিয়ন টাকার নোট ব্যবহার করে- জিম্বাবুয়েনরা।
  •  উত্তর রোডেশিয়া- জাম্বিয়ার পূর্ব নাম ।
  • City of flowering trees' বলা হয়- জিম্বাবুয়ের হারারেকে।
  •  জিম্বাবুয়ের রাজধানী হারারের পূর্ব নাম- সলসবেরি।
  • জিম্বাবুয়ে ছিল- যুক্তরাজ্যের উপনিবেশ।

 

Content added || updated By