Admission
সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী - অপারেশন ওভারলর্ড (Operation Overlord )
  • পরিচয় - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত নরম্যান্ডি যুদ্ধের সাংকেতিক নাম ছিল- অপারেশন ওভারলর্ড।
  • পরিচালনায়- মিত্রবাহিনী।
  • স্থান- ফ্রান্সের উত্তরাঞ্চলের নরম্যান্ডি সময়।
  • সময় - ৬ জুন- ৩০ আগস্ট, ১৯৪৪ সাল।
  • নেতৃত্ব দেন - মিত্রবাহিনীর সর্বোচ্চ কমান্ডার জেনারেল ডেভিড ডোয়াইট আইসেন হাওয়ার।
Content added By