Admission
সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী - বিশ্ব কৃষ্টি ও সংস্কৃতি
  • সালভাদর ডালি ছিলেন- স্পেনের বিখ্যাত চিত্রকর।
  • Club of Vienna- ইউরোপের চিত্র শিল্পীদের একটি সংগঠন।
  •  পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়ালচিত্র হলো- লাস্ট সাপার।
  • পঞ্চইন্দ্রিয়' তৈলচিত্রের চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন।
  • এশীয় চারুকলা প্রদর্শনী শুরু হয় ১৯৮১ সাল থেকে।
  • ম্যাডোনা-৪৩ চিত্রটি আঁকা- জয়নুল আবেদিনের।
  • ম্যাডোনা-৪৩ চিত্রটি আঁকা- দুর্ভিক্ষের ওপর ভিত্তি করে।
  • ব্যাটলশিপ পটেমকিন- একটি রুশভিত্তিক চলচ্চিত্র।
  • জ্যাকব এপস্টাইন হলো- একজন ব্রিটিশ ভাস্কর।
  •  বর্তমানে মোনালিসা চিত্রকর্মটি ফ্রান্সের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
  • লিওনার্দো দ্য ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলা চিত্রকর ছিলেন- রেনেসাঁ যুগের।
  • মোনালিসা চিত্রকর্মটি আঁকা হয়েছে- মাদোনা লিসা জেবার দিনিকে কল্পনা করে।
Content added || updated By