জীববিজ্ঞান - জীববিজ্ঞান দ্বিতীয় পত্র - হার্ট অ্যাটাক

হার্ট অ্যাট্যাক (Heart Attack or Myocardial Infraction):
চর্বি জাতীয় পদার্থ, ক্যালসিয়াম, প্রোটিন প্রভৃতি করোনারি ধমনির অন্তর্গাত্রে জমা হয়ে বিভিন্ন আকৃতির প্লাক (plaques) গঠন করে। একে করোনারি অ্যাথেরোমা (coronary atheroma) বলে।

প্লাকের বহির্ভাগ ক্রমশ শক্ত হয়ে ওঠে।
এভাবে প্লাক শক্ত হতে হতে যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন এগুলো বিদীর্ণ হয়।
অণুচক্রিকা জমা হয়ে প্লাকের চতুর্দিকে তখন রক্ত জমাট বাঁধাতে শুরু করে।
রক্ত জমাট বাঁধার কারণে করোনারি ধমনির লুমেন (গহ্বর) সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে হৃৎপেশিতে পুষ্টি ও অক্সিজেন-সমৃদ্ধ রক্তের সরবরাহও বন্ধ হয়ে যায়, ফলে হৃৎপেশি ধ্বংস হয়ে যায় বা মরে যায় এবং মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। এর নাম হার্ট অ্যাট্যাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন (myocardial infraction; মায়োকার্ডিয়াল অর্থ হৃৎপেশি, আর ইনফার্কশন অর্থ অপর্যাপ্ত রক্ত প্রবাহের কারণে টিস্যুর মৃত্যু)।

হার্ট অ্যাটাকের লক্ষণ (Symptoms of Heart Attack):

১. বুকে ব্যথা

২. উর্ধ্বাঙ্গের অন্যান্য অংশে অস্বস্তি

৩. ঘন-ঘন নিঃশ্বাস-প্রশ্বাস

৪. বমি-বমি ভাব

৫. ঘুমে ব্যাঘাত 

Content added By
এনজাইনা পেকটোরিস
মায়োকার্ডিয়াল ইনফার্কাশন
আনস্টেবল এনজাইনা
স্ট্রোক
মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া
হার্ট ফেইলিউর
অ্যানজাইনা পেকটোরিস
মায়োকার্ডিয়াল ইনফার্কশন

Promotion