Academy

একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ ১,০০,০০০ টাকা এবং প্রয়োজনীয় রিজার্ভের হার ৫%। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়াতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের হার বৃদ্ধি করে ১৫% করেছে। 

অনলাইন ব্যাংকিং এর গঠন প্রক্রিয়া, মোবাইল ব্যাংকিং এর গঠন প্রক্রিয়ার চেয়ে ভিন্ন'-ব্যাখ্যা করো। (অনুধাবন)

Created: 7 months ago | Updated: 3 months ago
Updated: 3 months ago
Ans :

ব্যাংকিং সুবিধা ও গঠন প্রক্রিয়ার দিক থেকে অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং থেকে ভিন্ন।
অনলাইন ব্যাংকিং বলতে এমন একটি ব্যাংকিং ব্যবস্থাকে বোঝায়, যার মাধ্যমে পূর্বে প্রচলিত ব্যাংকিং সার্ভিস দ্রুত এবং ব্র্যাঞ্চ নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়। যেমন- অ্যাকাউন্ট থেকে যেকোনো ব্র্যাঞ্চের মাধ্যমে টাকা জমা দেওয়া বা উত্তোলন, ইন্টারনেটের মাধ্যমে অ্যাকাউন্টের তথ্য জানা বা লেনদেন। অপরপক্ষে মোবাইল ব্যাংকিং একটি সম্পূর্ণ নতুন ব্যবস্থা যার মাধ্যমে মোবাইল নম্বরভিত্তিক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থের লেনদেন করা যায়। অনলাইন ব্যাংকিং-এ ইন্টারনেট ও কম্পিউটার থাকা আবশ্যক। কিন্তু মোবাইল ব্যাংকিং-এ গ্রাহকের কাছে ইন্টারনেটের কোনো প্রয়োজন নেই। তাই বলা হয়, অনলাইন ব্যাংকিং এর গঠন প্রক্রিয়া, মোবাইল ব্যাংকিং এর গঠন প্রক্রিয়ার থেকে ভিন্ন।

6 months ago

অর্থনীতি

**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View More

1 মুদ্রা কী? (জ্ঞানমূলক)

Created: 7 months ago | Updated: 3 months ago
Updated: 3 months ago

যা বিনিময়ের সাধারণ মাধ্যম, মূল্যের পরিমাপ ও সঞ্চয়ের বাহন হিসেবে সরকার কর্তৃক প্রবর্তিত ও সকলের নিকট সাধারণভাবে গ্রহণযোগ্য হয়, তাকে মুদ্রা বলে।

2 মুদ্রার মূল্য বলতে কী বোঝ? (অনুধাবন)

Created: 7 months ago | Updated: 3 months ago
Updated: 3 months ago

মুদ্রার মূল্য বলতে তার ক্রয় ক্ষমতাকে বোঝায়।
একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবা ক্রয় করা যায় তাই হলো অর্থের মূল্য। অর্থের এ ক্রয়ক্ষমতা তথা অর্থের মূল্য দুটি দিক থেকে বিবেচনা করা হয়। যথা-অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্রয়ক্ষমতা। অর্থের অভ্যন্তরীণ মূল্য বলতে দেশের অভ্যন্তরীণ অর্থের ক্রয়ক্ষমতাকে বোঝায়। অন্যদিকে, অর্থের বৈদেশিক মূল্য বলতে আন্তর্জাতিক বাজারে তার ক্রয়ক্ষমতাকে বোঝায়। এটি বৈদেশিক বিনিময় হারের মাধ্যমে প্রকাশ পায়। অর্থের মূল্য             ১                  বা Vm1Pযেখানে, Vm = অর্থের মূল্য ও P = দামস্তর।

                           দামস্তর

জাউদ্দীপকে উল্লিখিত তথ্যের ভিত্তিতে ফিশারের অর্থের বিনিময় সমীকরণ ব্যবহার করে নিচে দেশটির দামস্তর নির্ণয় করা হলো:
ফিশারের মুদ্রার পরিমাণ তত্ত্ব অনুসারে ভারসাম্য অবস্থায় অর্থের চাহিদা ও যোগান সমান হয়। অর্থাৎ, PT = MV + M'V' হয়, যা ফিশারের বিনিময় সমীকরণ নামে পরিচিত। এক্ষেত্রে PT হলো অর্থের চাহিদা এবং MV + M'V' হলো অর্থের যোগান।

এখন,

বা,PT = MV + M' V'

P=MV + M' V'

T

বা,

বা P=20000+12000500

বা P=32000500

বা P=64

এটিই হলো দেশটির নির্ণেয় দামস্তর।

ফিশারের বিনিময় সমীকরণ,

বা,P=MV + M'VTPT = MV + M' * V' 

বা, P=1000×20+1000×151500

বা,P=2000+150001500

বা,P350001500

বা, P = 23.33

... নতুন দামস্তর, overline P1= 23.33 টাকা। দামস্তরের সাথে অর্থের মূল্য (Vm) এর বিপরীত সম্পর্ক হওয়ায় দামস্তর কমলে অর্থের মূল্য বাড়ে। যেমন- উদ্দীপকের তথ্য অনুযায়ী দামস্তর P

= 64 টাকা হতে P1 = 23.33 টাকা হলে অর্থের মূল্য Vm=1P=164=0.0156থেকে বেড়ে Vm1=1P1=123.33= 0.0428 হয়। সুতরাং বলা যায়, প্রদত্ত তথ্য অনুযায়ী উল্লিখিত দেশটির ক্ষেত্রে অর্থের মূল্যের ধনাত্মক পরিবর্তন হবে তথা অর্থের মূল্য বাড়বে।

যে ব্যাংক দেশের মুদ্রা ব্যবসায় ও সমগ্র ব্যাংক ব্যবসায়কে নিয়ন্ত্রণ করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে

উদ্দীপকে উল্লিখিত তথ্যের আলোকে নিচে ব্যাংকের ঋণ আমানতের পরিমাণ সূচিতে দেখানো হলো।

বাণিজ্যিক ব্যাংক

প্রাথমিক চাহিদা আমানত

রিজার্ভের পরিমাণ

সৃষ্ট আমানত

A

১,০০,০০০

৫,০০০

`৯৫,০০০

B

৯৫,০০০

৪,৭৫০

৯০,২৫০

C

৯০,২৫০

৪,৫১২.৫

৮৫,৭৩৭.৫

:

n

মোট

২০,০০,০০০

১,০০,০০০

১৯,০০,০০০

উদ্দীপক অনুযায়ী প্রথম ব্যাংকের প্রাথমিক আমানত ১,০০,০০০ টাকা এবং বৈধ রিজার্ভ ৫% হলে মোট আমানতের পরিমাণ

১,০০,০০০+৯৫,০০০+৯০,২৫০+…`=০

= ১,০০,০০০+১,০০,০০০ +১,০০,০০০

+ ১,০০,০০০ + ….. +১,০০,০০০ n-1

=১,০০,০০০+++....n-1

=১,০০,০০০ 11-

=১,০০,০০০

=১,০০,০০০× ২০

=২০,০০,০০০

অতএব, সৃষ্ট আমানতের পরিমাণ ২০,০০০ টাকা; যার মধ্যে ৯৫% তথা ১৯,০০০ টাকা হলো ঋণ।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...