গহর তার জমিতে পর পর দুই বছর ধরে 'ধান চাষ করেছে। সে শেষ বছর ভালো ফলন পেল না। তার বন্ধুকে ব্যাপারটি জানাতেই সে গহরকে অনলাইনে কৃষি তথ্য সেবার কথা জানাল। গহর মোবাইলের মাধ্যমে ব্যাপারটি জানতে চাইলে তারা তাকে কম খরচে মাটির উর্বরতা বৃদ্ধির পরামর্শ দিল।
অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্যভাণ্ডার বলার কারণ-অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং পরামর্শদাতা।
তিনি স্বতঃস্ফূর্ত হয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ ও নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন। এছাড়াও তিনি গণমাধ্যম থেকে অনেক তথ্য সংগ্রহ করেন। এভাবে কৃষি জ্ঞানের পরিধি বৃদ্ধি করে নিজ এলাকার কৃষকদের কৃষি বিষয়ে পরামর্শ দান করেন।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?