আদর্শগত বিরোধ থাকলে অনেক সময় বন্ধুর সাথে বন্ধুর দ্বন্দ্ব লেগে যায়। স্বপন ও সুদীপ্তর ক্ষেত্রে সেটিই ঘটেছিল। স্বপন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের অনুসারী, অপরদিকে সুদীপ্ত এটিকে অপছন্দ করে। ফলে তাদের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সৃষ্টি হয়।
উক্ত দুটি দেশ অর্থাৎ আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার আদর্শগত কারণে পৃথিবীতে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে-উক্তিটি যথার্থ।
আমেরিকা গণতন্ত্র ও পুঁজিবাদের ধারক আর সোভিয়েত রাশিয়া সমাজতন্ত্রের ধারক। রাশিয়ার সমাজতন্ত্রকে মার্কিন যুক্তরাষ্ট্র আপত্তিকর ও বিপজ্জনক মনে করে আর মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদ রাশিয়া অপছন্দ করে। কারণ রাশিয়া পুঁজিবাদকে উৎখাত করেই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এ আদর্শগত কারণেই উভয় দেশ তাদের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে পৃথিবীতে দুটি পরস্পরবিরোধী বলয়ের সৃষ্টি হচ্ছে। এতে পৃথিবীকে দেশগুলোর মধ্যে স্নায়বিক উত্তেজনা সৃষ্টি করে ফলে উভয় বলয়ের মধ্যে একটি যুদ্ধভাব বিরাজ করে এবং আতঙ্কের মধ্য দিয়ে মানুষ দিন যাপন করে। মানুষ বুঝতে পারে না যে, কোন বলয়ে প্রবেশ করলে শান্তি প্রতিষ্ঠিত হবে ফলে মানুষ থাকে সর্বদা উৎকণ্ঠার মধ্যে।
তাই বলা যায়, আমেরিকা ও সোভিয়েত রাশিয়ার আদর্শগত দ্বন্দ্বের কারণে পৃথিবীতে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে-উক্তিটি যথার্থ।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?