মি. জাকিউল বন্ধন গ্রুপের একজন ব্যবস্থাপক। তিনি তার অধস্তনদের সবাইকে একই চোখে দেখেন। অধস্তনরাও তাকে শ্রদ্ধা করেন। ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় রয়েছে। একদিন অধস্তনদের মধ্যে কাজ করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি তার অভিজ্ঞতা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মাধ্যমে দ্রুততার সাথে সমস্যা সমাধান করেন।
উদ্দীপকের আলোকে মি. জাকিউলকে একজন আদর্শ ব্যবস্থাপক বলা যায়।
একজন আদর্শ ব্যবস্থাপকের মেধা, দক্ষতা ও আন্তরিকতার ওপরই ব্যবস্থাপনার সাফল্য নির্ভর করে। যে ব্যবস্থাপক সফলভাবে ব্যবস্থাপকীয় উদ্দেশ্য অর্জনে সক্ষম, তাকেই আদর্শ ব্যবস্থাপক বলে।
উদ্দীপকে মি. জাকিউলকে একজন আদর্শ ব্যবস্থাপক বলা যায় কারণ একজন আদর্শ ব্যবস্থাপকের যেসব গুণ থাকা দরকার তার মধ্য সেসব গুণ বিদ্যমান। আদর্শ ব্যবস্থাপক হিসেবে তিনি অধস্তন সবাইকে সমানভাবে দেখেন এবং একই রকম আচরণ ও স্নেহ প্রদর্শন করেন। অধস্তনরাও তাকে শ্রদ্ধা করেন। অধস্তনদের মধ্যে কাজ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি তার অভিজ্ঞতা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মাধ্যমে দ্রুততার সাথে সমস্যা সমাধান করেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সকল কর্মীকে শৃঙ্খলার মধ্যে রাখেন এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হন। ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়।
পরিশেষে বলা যায়, যেকোনো প্রতিষ্ঠানে ব্যবস্থাপকের ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানে নিয়োজিত সকল জনশক্তি ও উপায়-উপকরণকে লক্ষ্যপানে পরিচালিত করেন এবং নেতৃত্ব দেন।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?