মীম টুপিতে নকশার কাজে বিশেষভাবে পারদর্শী। মধ্যপ্রাচ্যে ব্যাপক চাহিদা থাকায় সে নকশাকৃত টুপি তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেয়। দক্ষতার কারণে অল্প সময়ের ব্যবধানে তার ব্যবসায় দেশে-বিদেশে সুনাম অর্জন করে। ফলে মীম তার ব্যবসায় সম্প্রসারণ করতে চায়। কিন্তু তার পর্যাপ্ত মূলধন নেই। তার দুই বন্ধু ব্যবসায়ে মূলধন সরবরাহ করতে চায়। পারস্পরিক সম্মতির ভিত্তিতে তারা তিন বন্ধু মিলে ব্যবসায় পরিচালনা করতে রাজি হয়।
উদ্দীপকে উল্লিখিত প্রথম ও ২য় পর্যায়ের ব্যবসায় সংগঠনের মধ্যে প্রথম পর্যায়ের ব্যবসায় সংগঠন শ্রেষ্ঠ।
একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত সংগঠনকে একমালিকানা ব্যবসায় বলে। পক্ষান্তরে, চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে।
উদ্দীপকের প্রথম পর্যায়ের ব্যবসায় সংগঠন অর্থাৎ একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার মূল কারণ হলো স্বল্প পুঁজি নিয়ে সহজেই ব্যবসায় গঠন ও পরিচালনা করা যায়। এ ব্যবসায়ের মালিক একজন হওয়ায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। ব্যবসায় হতে প্রাপ্ত সকল মুনাফা মালিক একাই ভোগ করে। তাছাড়া একক নিয়ন্ত্রণ, সহজ হিসাবরক্ষণ, সর্বজনীনতা, সরকারি বিধি-নিষেধমুক্ত, নমনীয়তা প্রভৃতি বৈশিষ্ট্য একমালিকানা ব্যবসায়কে অনান্য ব্যবসায় থেকে আলাদা করে শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠিত করেছে। আর ২য় পর্যায়ের ব্যবসায় সংগঠনের ক্ষেত্রে অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে একাধিক মালিক থাকে বিধায় দায়ের ঝুঁকি বণ্টনের সুযোগ থাকে। মূলত একমালিকানা ব্যবসায়ে মালিকের সাংগঠনিক ও আর্থিক ক্ষমতার সীমাবদ্ধতা দূর করে মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে উদ্ভব হয় যৌথ মালিকানায় অংশীদারি ব্যবসায়। তবে অংশীদারি ব্যবসায়ও অসুবিধামুক্ত নয়। অসীম দায়, ব্যবস্থাপনার জটিলতা, আস্থা ও বিশ্বাসে সমস্যা, গোপনীয়তার অভাব, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব প্রভৃতি উল্লেখযোগ্য।
উদ্দীপকে উল্লিখিত প্রথম পর্যায়ের সংগঠন অর্থাৎ একমালিকানা ব্যবসায়ে পর্যাপ্ত পুঁজির সংস্থান না থাকলেও অন্যান্য সকল সুবিধা বিদ্যমান কিন্তু ২য় পর্যায়ের সংগঠনে অর্থাৎ অংশীদারি সংগঠনের মাধ্যমে পুঁজি সমস্যার সমাধান হলেও ভবিষ্যতে ঝামেলা হওয়া অস্বাভাবিক নয়।
সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রথম ও ২য় পর্যায়ের ব্যবসায় সংগঠনের মধ্যে প্রথম পর্যায়ের ব্যবসায় সংগঠন শ্রেষ্ঠ।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?