শিলা ঘরের বাইরে বেরিয়ে দেখল ঈশানকোণে ঘনকালো মেঘ উড়ছে। সে মনে করল 'যদি মেঘ কেটে যায় তবে বৃষ্টি হবে না।' আর যদি মেঘ বেশি হয় তবে বৃষ্টি হবে। এমন সময় দূরে মাঠে রাখাল গরুর পাল চরাচ্ছে। 'রাখাল যদি ভীরু হয় 'তাহলে বাড়িতে ফিরবে।'
উদ্দীপকে প্রাকল্পিক যুক্তিবাক্যের অবতারণা হয়েছে। কেননা যে সাপেক্ষ যুক্তিবাক্যে যদি, তাহলে বা অনুরূপ কোনো প্রতিশব্দের মাধ্যমে শর্ত ব্যক্ত করা হয়, তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন- 'যদি বৃষ্টি হয় তাহলে খেলা হবে না' যুক্তিবাক্যটির মূল বক্তব্য 'খেলা হওয়া' 'বৃষ্টি হওয়া' শর্তের ওপর নির্ভরশীল। কাজেই এটি একটি প্রাকল্পিক যুক্তিবাক্য। উদ্দীপকে উল্লিখিত যুক্তিবাক্যগুলো হলো- ১. যদি মেঘ কেটে যায় তবে বৃষ্টি হবে না। ২. যদি মেঘ বেশি হয় তবে বৃষ্টি হবে এবং ৩. 'রাখল যদি ভীরু হয় তাহলে বাড়িতে ফিরবে।' এই তিনটি যুক্তিবাক্যেই যদি, তবে যদি এবং তাহলে শর্তের মাধ্যমে শর্ত ব্যক্ত করা হয়েছে। যেমন- প্রথম যুক্তিবাক্যে 'বৃষ্টি না হওয়া' 'মেঘ কেটে যাওয়া' শর্তের ওপর নির্ভরশীল। দ্বিতীয় যুক্তিবাক্যে 'বৃষ্টি হওয়া', মেঘ বেশি হওয়া' শর্তের ওপর নির্ভরশীল এবং তৃতীয় যুক্তিবাক্যে 'রাখালের বাড়ি ফেরা' 'ভীরু' শর্তের ওপর নির্ভরশীল। সুতরাং বলা যায়, উদ্দীপকে প্রাকল্পিক যুক্তিবাক্যের অবতারণা হয়েছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?