রবি একাদশ শ্রেণিতে পড়ে। নদী পেরিয়ে কলেজে যাতায়াতে বেশ কষ্ট হয়, বিশেষ করে বর্ষাকালে। কিন্তু সে তার লক্ষ্যে অবিচল। তার প্রায় মনে পড়ে প্রয়াত বাবার কথা, "জীববৃত্তি মানুষেরও আছে, পশুপাখিরও আছে। ভেদরেখা এখানে নয়। মানুষে মানুষেও ভেদরেখা আছে। তোমাকে হতে হবে সেই রেখাগুলোর ধারক। সূর্যের মতো হতে হবে তোমার দীপ্তি।"
উদ্দীপকে প্রদত্ত রবির বাবার বক্তব্য থেকে দশটি পদের যৌক্তিক প্রকৃতি নিম্নে দেওয়া হলো:
পদ | যৌক্তিক প্রকৃতি |
১. মানুষ | সরল পদ |
২. জীববৃত্তি | সমষ্টিবাচক পদ |
৩. পশু | সমষ্টিবাচক পদ |
৪. সূর্য | নিরপেক্ষ পদ |
৫. রেখা | জাত্যর্থক পদ |
৬. ধারক | সদর্থক পদ |
৭. দীপ্তি | গুণবাচক পদ |
৮. তোমাকে | নির্দিষ্ট পদ |
৯. রেখাগুলো | অনেকার্থক পদ |
১০. মানুষে মানুষে | যৌগিক পদ |
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?