সালাম কলেজের নিকট একটি স্টেশনারি দোকান পরিচালনা করে। সততা ও দক্ষতার কারণে তার ব্যবসায়টি খুব টি খুব লাভজনক হয়ে ওঠে। তাই সে এর পাশাপাশি একটি ফটোকপি মেশিন ও কম্পিউটার ক্রয় করে অফিসের বিভিন্ন কাজ করে থাকে। এজন্য সে মাসিক টাকার বিনিময়ে তার ভাইকে একাজে নিযুক্ত করে। বছরান্তে সালামের ভাই মুনাফা দাবি করে।
উদ্দীপকে সালামের ব্যবসায়টির প্রকৃতি হলো একমালিকানা ব্যবসায়।
এক ব্যক্তির মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এ ব্যবসায়ের গঠনগত পরিকল্পনা, মূলধন বা পুঁজি সরবরাহ, পরিচালনা ও ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ ও বাহ্যিক নিয়ন্ত্রণ এসব দায়িত্ব মালিকের হাতেই ন্যস্ত থাকে।
উদ্দীপকের সালাম কলেজের নিকট একটি স্টেশনারি দোকান পরিচালনা, করে। সততা ও দক্ষতার কারণে তার ব্যবসায়টি খুব লাভজনক হয়ে ওঠে। যেহেতু সালামই উক্ত ব্যবসায়ের একমাত্র মালিক, পরিচালক, মূলধন যোগানদাতা ও নিয়ন্ত্রণকারী তাই বলা যায়, উদ্দীপকে সালামের ব্যবসায়টির প্রকৃতি হলো একমালিকানা ব্যবসায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?