জোবেদা বেগমের দেশের ২০১৬-১৭ অর্থবছরে মোট মূলধন ছিল ১৫ হাজার কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছরে নতুন বিনিয়োগের ফলে মোট মূলধনের পরিমাণ দাঁড়ায় ২০ হাজার কোটি টাকা। ওই সময়ে মূলধনের ক্ষতির পরিমাণ ছিল ৫০০ কোটি টাকা। সম্প্রতি জোবেদা বেগমের দেশের সরকার ব্যাংক ও পোস্ট অফিসে বিভিন্ন মেয়াদি আমানতের সুদের হার ১০% থেকে কমিয়ে ৮% করেছে।
উদ্দীপকে প্রদত্ত তথ্য অনুযায়ী জোবেদা বেগমের দেশের মূলধন গঠনের হার নিচে নির্ণয় করা হলো।
মূলধন গঠনের হার বলতে কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে মূলধন বৃদ্ধির হারকে বোঝায়। যেমন- কোনো দেশের। এবং (t+1) সময়ে মূলধনের পরিমাণ যথাক্রমে ৮, এবং ki+1 হলে মূলধন গঠন হবে ki+1-k₁। যা থেকে মূলধন ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিয়ে ভিত্তি বছরের মূলধন দিয়ে ভাগ করে ভাগফলকে ১০০ দ্বারা গুণ করলে মূলধন গঠনের হার পাওয়া যায়।
উদ্দীপকে লক্ষ করা যায়, জোবেদা বেগমের দেশে ২০১৬-১৭ অর্থবছরে মোট মূলধন ছিল ১৫ হাজার কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছরে তা দাঁড়ায় ২০ হাজার কোটি টাকা। কাজেই দেশটির মোট মূলধন গঠন (২০- ১৫) বা ৫ হাজার কোটি টাকা। আর মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ৫০০ কোটি টাকা হলে

আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?