জুবায়ের সাহেব কাকন হাঁট গ্রামের অধিবাসী। গত বছর বোরো মৌসুমে তিনি ধান চাষ করেন। অদক্ষ সেচ ব্যবস্থাপনার কারণে তার ধানের উৎপাদন ব্যয় বেশি হওয়ায় তিনি ক্ষতিগ্রস্ত হন। তাই এ বছর তিনি বিএডিসির (BADC) ক্ষুদ্র সেচ উইং বিভাগে যোগাযোগ করেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তার পরামর্শে এ বছর তিনি আশানুরূপ ফলন পান।
এআইসিসি (AICC) হলো Agricultural Information and Communication Centre.
এটি ইউনিয়ন পর্যায়ে চালু হওয়া কৃষি তথ্য ও সেবাকেন্দ্র। এখান থেকে কৃষকরা ইন্টারনেটের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য পেয়ে থাকেন। এর মাধ্যমে কৃষককে প্রশিক্ষণ তথ্য, দুর্যোগ মোকাবিলার পূর্ব-প্রস্তুতি, বাজার পরিস্থিতি, কৃষি আমদানি ও রপ্তানি তথ্য, ই- মেইলের মাধ্যমে কৃষি তথ্য বিনিময় ইত্যাদি কার্যাবলি সম্পাদন করা হয়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?