উদ্দীপকের ছকের 'X' হলো রবি মৌসুম এবং ছকের 'Y' হলো খরিপ মৌসুম। নিম্নে এদের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো-
পার্থক্যের বিষয় | রবি মৌসুম | খরিপ মৌসুম |
১. মাস | আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত এই মৌসুম বিস্তৃত। | চৈত্র মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত এই মৌসুম বিস্তৃত। |
২. তাপমাত্রা | এ সময় তাপমাত্রা কম থাকে। | এ সময়ে তাপমাত্রা বেশি থাকে। |
৩. বৃষ্টিপাত | বৃষ্টিপাত হয় না বললেই চলে। | বৃষ্টিপাতের পরিমাণ বেশি। |
৪. পানি সেচ | ফসল উৎপাদনের জন্য সেচ আবশ্যক। | সেচের প্রয়োজন পড়ে না। |
৫. আর্দ্রতা | বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে। | বাতাসে আর্দ্রতা বেশি থাকে। |
৬. দিনের দৈর্ঘ্য | দিনের দৈর্ঘ্য ছোট ও রাত বড় হয়। | দিন বড় ও রাত ছোট হয়। |
৭. বন্যার প্রভাব | বন্যার ফলে ফসলের ক্ষতির সম্ভাবনা কম। | বন্যার দ্বারা ফসলের ক্ষতির সম্ভাবনা বেশি। |
৮. পোকা ও রোগ | ফসলের রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণের তীব্রতা কম থাকে। | রোগবালাই এবং পোকামাকড় দ্বারা ফসল আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। |
৯. ফসল | গম, গোলআলু, তেল বীজ ইত্যাদি। | আমন ধান, পাট, তিল ইত্যাদি। |
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?