মিসেস রিজু একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানের কর্মীদের আগ্রহী করে ধরে রাখার জন্য তিনি নির্দিষ্ট সময় পর চাকরিকালের ওপর ভিত্তি করে কর্মীদের পদোন্নতি দিয়ে থাকেন। পদোন্নতি দেওয়ার পর পরই প্রতিষ্ঠানে দক্ষ ও যোগ্য কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মিসেস রিজু পদোন্নতির বিষয়টি নিয়ে ভাবছেন।
যে কর্মী কর্মক্ষেত্রে অধিক যোগ্য এবং প্রতিষ্ঠানেও আগে যোগদান করেছে তাকে জ্যেষ্ঠ্যতা ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলে। এ পদ্ধতিতে কর্মী জ্যেষ্ঠতার পাশাপাশি যোগ্যতা ও দক্ষতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়।
মিসেস রিজু শুধু জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দিয়ে থাকেন। এ ব্যবস্থায় দক্ষ কর্মীরা অসন্তুষ্ট থাকে। দক্ষ ও যোগ্য কর্মীদের সন্তুষ্ট করতে তিনি নতুন ভিত্তিতে পদোন্নতির কথা ভাবছেন।
মিসেস রিজু এক্ষেত্রে কর্মীদের দক্ষতা এবং যোগদানের সময় উভয়ই বিবেচনায় নিতে পারেন। এর ফলে দক্ষ কর্মীরা যেমন প্রতিষ্ঠানের উচ্চপদে আসীন হবে তেমনি আগে নিয়োগ পাওয়া কর্মীরাও সন্তুষ্ট থাকবে। এতে মিসেস রিজুর প্রতিষ্ঠানে দক্ষ কর্মীর পাশাপাশি অভিজ্ঞ কর্মীরাও পদোন্নতি পাবে। জ্যেষ্ঠতা ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি পদ্ধতি অনুসরণ করলে পরবর্তীতে তার প্রতিষ্ঠানে কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করি।
প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ ও কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার কারণ চিহ্নিত করে করণীয় উদ্দীপকের আলোকে যুক্তিসহ বিশ্লেষণ কর।
(উচ্চতর দক্ষতা)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?