রবি একাদশ শ্রেণিতে পড়ে। নদী পেরিয়ে কলেজে যাতায়াতে বেশ কষ্ট হয়, বিশেষ করে বর্ষাকালে। কিন্তু সে তার লক্ষ্যে অবিচল। তার প্রায় মনে পড়ে প্রয়াত বাবার কথা, "জীববৃত্তি মানুষেরও আছে, পশুপাখিরও আছে। ভেদরেখা এখানে নয়। মানুষে মানুষেও ভেদরেখা আছে। তোমাকে হতে হবে সেই রেখাগুলোর ধারক। সূর্যের মতো হতে হবে তোমার দীপ্তি।"
যখন পরস্পর বিরোধী দুটি পদ সংযুক্ত করা হয় তখন সেই পদ দুটি দ্বারা নির্দেশিত আলোচ্য বিষয় বা বস্তুর সবটুকু ব্যক্ত্যর্থ লাভ করা যায় না তাকে বিপরীত পদ বলে। যেমন- লাল-সবুজ, সাদা-কালো ইত্যাদি। এগুলো পরস্পর বিরোধী পদ। অর্থাৎ একটি পদ যদি অন্য পদকে অস্বীকার করে তখন তাকে 'পদের বিরোধিতা' বলে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?