প্রদত্ত ছকে '?' চিহ্নিত স্থানে যে বিষয়টি প্রতিফলিত হয়েছে তা হচ্ছে পদ। পদের ইংরেজি শব্দ 'Term' যার উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ 'Terminus' থেকে। এ ল্যাটিন শব্দটির অর্থ প্রান্ত বা শেষ বা সীমান্ত। একটি যুক্তিবাক্যের দু প্রান্তে বা সংযোজকের দু পাশে যে শব্দাবলি দ্বারা উদ্দেশ্য এবং বিধেয় গঠিত হয় তাদেরকে যুক্তিবাক্যের 'পদ' বা 'Term' বলে। যেমন- Artistotle is the father of Logic. এটি একটি যুক্তিবাক্য। এ যুক্তিবাক্যে 'aristotle হলো 'Subject term' বা 'উদ্দেশ্য পদ' 'The father of Logic হলো 'Predicate term' বা 'বিধেয় পদ' এবং 'is' হলে Capula বা সংযোজক।
যুক্তিবিদ ল্যাটা ও ম্যাকবেথ বলেন, "একটি পদ হলো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়, যুক্তিবাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় এবং যা কিছু বলা হয় তার জন্য এ পদ ব্যবহৃত হয়।" আধুনিক যুক্তিবিদ যোসেফ বলেন, "আমরা যেসব শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে আখ্যায়িত করতে পারি সেগুলো নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে সমর্থ হয়।” যেমন- 'বাঘ হয় হিংস্র প্রাণী'- এ যুক্তিবাক্যে 'বাঘ' ও 'হিংস্র প্রাণী' শব্দসমষ্টি যুক্তিবাক্যের অন্যকোনো শব্দের সাহায্য ছাড়া নিজে উদ্দেশ্য ও বিধেয়রূপে ব্যবহৃত হয়েছে। 'হয়' শব্দটি একটি সম্বন্ধ সৃষ্টিকারী চিহ্ন হিসেবে 'সংযোজক' বলে বিবেচিত।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?