কৃষক মামুন তার ফসলি জমি থেকে আশানুরূপ উৎপাদন পাচ্ছেন না। এ অবস্থায় তিনি এলাকার কৃষি উন্নয়ন কর্মকর্তাকে তার সমস্যার কথা জানালে একদিন কর্মকর্তা উক্ত জমির মাটি পরীক্ষা করে দেখলেন মাটির pH ৫.০। এরপর তিনি জমির উৎপাদন ক্ষমতা বাড়াতে কৃষক মামুনকে জমিতে সবুজ সার প্রয়োগের পরামর্শ দেন।
মাটিতে অম্লত্ব সৃষ্টির প্রধান কারণ অম্লীয় শিলা উৎস। মাটি উৎপাদনের উৎস শিলা অম্লীয় হলে উৎপন্ন মাটি অম্লীয় হয়। এর মধ্যে থাকে গ্রানাইট, ক্রায়োেলাইট, বালিপাথর ও নিস। এসব শিলায় ক্ষারীয় উপাদানের চেয়ে সিলিকার পরিমাণ বেশি থাকে। প্রাকৃতিক শক্তির প্রভাবে এসব শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে মাটিস্থ দ্রবণে সিলিসিক এসিড উৎপন্ন হয়, যা মাটির অম্লত্ব বৃদ্ধি করে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?