কৃষক মামুন তার ফসলি জমি থেকে আশানুরূপ উৎপাদন পাচ্ছেন না। এ অবস্থায় তিনি এলাকার কৃষি উন্নয়ন কর্মকর্তাকে তার সমস্যার কথা জানালে একদিন কর্মকর্তা উক্ত জমির মাটি পরীক্ষা করে দেখলেন মাটির pH ৫.০। এরপর তিনি জমির উৎপাদন ক্ষমতা বাড়াতে কৃষক মামুনকে জমিতে সবুজ সার প্রয়োগের পরামর্শ দেন।
কৃষি উন্নয়ন কর্মকর্তা মামুনের জমির মাটি পরীক্ষা করে দেখেন এর অম্লমান ৫.০। কাজেই উক্ত মাটিতে তীব্র অম্লত্বের সৃষ্টি হয়েছে। অম্ল মাটিতে নিচের বৈশিষ্ট্যসমূহ লক্ষ করা যায়-
i. মাটির pH ৭.০ এর কম হয়।
ii. মাটির অম্লত্ব বৃদ্ধির সাথে নাইট্রোজেন, ফসফরাস, 'পটাশিয়ামের প্রাপ্তি কমতে থাকে।
iii. অম্লীয় মাটিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের প্রাপ্যতা কমে যায়।
iv. মাটিতে লৌহ ও অ্যালুমিনিয়ামের বিষাক্ততা দেখা দিতে পারে।
V. তীব্র অম্লীয় মাটিতে অণুজীবের কার্যাবলি কমে যায়।
vi. মাটিতে চুন প্রয়োগ ব্যতীত অধিকাংশ মাঠে ফসল চাষ করা যায় না।
vii. ছত্রাকের কার্যাবলি বেড়ে যায়।
viii. ব্যাকটেরিয়া ও অ্যাক্টিনোমাইসিটিস-এর কার্যাবলি কমে যায়।
ix. মধ্যম অম্লীয় মাটিতে ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরনের প্রাপ্যতা বাড়তে পারে। আবার অম্লত্ব তীব্রতর হলে এদের দ্রবণীয়তা কমে যায়। উক্ত বৈশিষ্ট্যাবলি পর্যালোচনা করে আমরা অম্লীয় মাটি নির্ণয় করতে পারি।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?