শিমুল তার ক্লাসে অর্থনীতির শিক্ষকের নিকট থেকে জানতে পারলো, বাংলাদেশের শিল্পোন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হলো মূলধনের স্বল্পতা। সে আরও জানতে পারে- নিম্ন মাথাপিছু আয়, জীবনযাত্রার নিম্নমান, দুর্বল অবকাঠামো, সুশাসনের অভাব, আমলাতান্ত্রিক জটিলতা, মুদ্রাস্ফীতি ইত্যাদি মূলধন গঠনকে বাধাগ্রস্ত করেছে। শিক্ষক ক্লাসে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উল্লিখিত সমস্যা সমাধান করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন
সঞ্চয় বাড়লে মূলধন বাড়ে, আর সঞ্চয় কমলে মূলধন কমে, এভাবেই সঞ্চয় মূলধন গঠনে সাহায্য করে।
মূলধন গঠন মূলত সঞ্চয়ের ওপর নির্ভরশীল। যখন মানুষের সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায় তখন মূলধন গঠনের পরিমাণও বৃদ্ধি পায়। আবার যখন মানুষের সঞ্চয়ের পরিমাণ হ্রাস পায় তখন মূলধন গঠনের পরিমাণও হ্রাস পায়। সুতরাং সঞ্চয়ের সাথে মূলধন গঠনের সমমুখী সম্পর্ক বিদ্যমান। এভাবে সঞ্চয় মূলধন গঠনকে প্রভাবিত করে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?