যুক্তিবাক্য | ||
অনিবার্য যুক্তিবাক্য | ? | সম্ভাব্য যুক্তিবাক্য |
'সম্ভাব্য যুক্তিবাক্য' সম্ভাবনামূলক যুক্তিকেই ইঙ্গিত করে- এ বক্তব্যের সাথে আমি একমত। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের সম্পর্কটি সম্ভাবনার ভিত্তিতে স্বীকার বা অস্বীকার করা হয় তাকে সম্ভাব্য যুক্তিবাক্য বলে। সম্ভাব্য যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে অনিবার্য সম্পর্ক প্রকাশ পায় না কিংবা উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে কোনো প্রকৃত সম্বন্ধ তা সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। অর্থাৎ কী হবে তা অনিশ্চিত। যেমন- 'সে হয় তো কাল আসবে', 'রফিক হতে পারে দেশপ্রেমিক' ইত্যাদি সম্ভাব্য যুক্তিবাক্য। এক্ষেত্রে উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধ একটা সম্ভাবনা প্রকাশ করেছে মাত্র। কারণ সে কাল আসতেও পারে, আবার নাও আসতে পারে। রফিক দেশপ্রেমিক হতেও পারে আবার নাও হতে পারে। সম্ভাব্য যুক্তিবাক্য সম্ভাবনার ইঙ্গিত প্রদান করে মাত্র। নিশ্চয়তার দিক থেকে এই যুক্তিবাক্য নিম্নমানের। সুতরাং, উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, 'সম্ভাব্য যুক্তিবাক্য' সম্ভাবনামূলক যুক্তিকেই ইঙ্গিত করে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?