সাইদুল কৃষি ডিপ্লোমা পাস করে নিজ বাড়িতে মাংস উৎপাদনের জন্য একটি খামার স্থাপনের পরিকল্পনা করে। এ কাজে দক্ষতা অর্জনের জন্য সে যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে ছোট আকারের একটি পোল্ট্রি খামার শুরু করে এবং সফলতা অর্জন করে।
সাইদুল যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে পোল্ট্রি খামার স্থাপন করে। পোল্ট্রি খামার স্থাপনের জন্যে সে জমি, অর্থ, সময়, শ্রমের ও কারিগরি জ্ঞানের যথাযথ ব্যবহার করেছিল।
কোনো খামারের সফলতা অত্যাবশ্যকভাবে এর সার্বিক পরিকল্পনা, মূলধন ও উপকরণ ব্যবস্থাপনার ওপর নির্ভর করে। খামার পরিচালনার কারিগরি বিষয়ের মধ্যে প্রধান হচ্ছে উঁচু ভূমিতে আলো-বাতাস চলাচলযুক্ত স্থানে। বাসস্থান নির্মাণ, বিদ্যুৎ ব্যবস্থা, প্রজনন কাজ নিশ্চিত করার জন্যে মোরগ-মুরগির অনুপাত ঠিক রাখা, নিয়মিত মুরগি বাছাই-ছাঁটাই ও রোগ দমনসহ সার্বিকভাবে বায়োসিকিউরিটি নিশ্চিত করা। এছাড়া বার্ষিক সম্ভাব্য আয়-ব্যয়, ব্রয়লারের ক্ষেত্রে মাংসের চাহিদা ও বাজারদর, লেয়ারের ক্ষেত্রে ডিমের রং, চাহিদা ও বাজারদর এবং খাবার ডিম ও বাচ্চা ফুটানোর ডিম উৎপাদনের প্রতি খেয়াল রাখা। পোল্ট্রি খামারকে লাভজনক করতে সাইদুলের গৃহীত পদক্ষেপগুলো নিম্নরূপ-
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, পোল্ট্রি খামারকে লাভজনক করতে সাইদুল সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রাপ্ত প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়েছিল।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?