সুগন্ধি চালের বাজারমূল্য বেশি হওয়ায় পটুয়াখালী জেলার কৃষক আবির অত্যন্ত আগ্রহ নিয়ে তার জমিতে সুগন্ধি ব্রি- ৫ ধান চাষ শুরু করেন। কিন্তু আশানুরূপ ফলন না পেয়ে হতাশ হন। পরবর্তীতে তিনি কৃষি কর্মকর্তার সাথে পরামর্শের জন্য যোগাযোগ করেন। কৃষি কর্মকর্তা তার জমিটি পরিদর্শন ও মাটি পরীক্ষা করে সতর্কতার সাথে ফসল নির্বাচনের পাশাপাশি জমিতে প্রচুর জৈব সার ব্যবহার ও ভারী সেচ প্রদানের পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে তিনি পরামর্শটি গ্রহণ করে অধিক লাভবান হন।
মাটিতে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনত্বের (গ্রাম/ লিটার) ঋণাত্মক লগারিদমই হলো pH। ১ থেকে ১৪ সংখ্যা দ্বারা pH স্কেলে অম্লমান উল্লেখ করা হয়। কোনো মাটির অম্লমান ৭.০ এর উপরে উঠে গেলে তা মাটির ক্ষারত্ব প্রকাশ করে। অর্থাৎ, মৃত্তিকার OH আয়নের ঘনমাত্রা ১০ × ১০৭ গ্রাম/লিটারে বেশি থাকলে সে মাটিকে ক্ষারীয় মাটি বলা হয়। OH আয়নের ঘনমাত্রা বৃদ্ধির সাথে সাথে pH এর মান বৃদ্ধি পেতে থাকে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?