অলিম্পিক

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK

আধুনিক অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা [Olympic Games] হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। দুইশতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে। অলিম্পিক গেমস প্রত্যেক চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে। এর দুটো প্রকরণ গ্রীষ্ম এবং শীতকালীন প্রতিযোগিতা প্রত্যেক দুই বছর পর পর হয়ে থাকে, যার অর্থ দাঁড়ায় প্রায় প্রত্যেক দুই বছর পর পর অলিম্পিক গেমসের আসর অনুষ্ঠিত হয়। খ্রীষ্টপূর্ব অষ্টম শতাব্দিতে প্রাচীন গ্রীসের অলিম্পিয়া থেকে শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের ধারণা জন্মে। ১৮৯৪ সালে ব্যারন পিয়ের দ্য কুবেরতা সর্বপ্রথম International Olympic Committee (IOC) গঠন করেন এ কারণে ব্যারন পিয়ের দ্য কুবার্তাকে অলিম্পিকের জনক বলা হয়।

 

জেনে নিই 

  • বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া অনুষ্ঠান- অলিম্পিক গেমস।
  • প্রাচীন অলিম্পিক শুরু হয়- ৭৭৬ খ্রিস্টপূর্বে গ্রিসে।
  • আধুনিক অলিম্পিক শুরু হয়- ১৮৯৬ সালে। 
  • অলিম্পিক পতাকায় বৃত্ত রয়েছে- ৫টি (ভিন্ন ভিন্ন রংয়ের)।
  • ৫ টি বৃত্ত দ্বারা বোঝায়- ৫ টি মহাদেশকে।
  • আধুনিক অলিম্পিক এর মূলনীতি ক্ষীপ্রতা, উচ্চতা ও শক্তি।
  • অলিম্পিক খেলাকে বলা হয়- Greatest Show on Earth.
  • আধুনিক অলিম্পিকের পতাকার পরিকল্পনাকারী ও জনক- ব্যারন পিয়ের দ্য কুবার্তা।
  •  আধুনিক অলিম্পিকের অপর নাম- গ্রীষ্মকালীন অলিম্পিক।
  • অলিম্পিক জাদুঘর অবস্থিত- সুইজারল্যান্ডের লাউসানে।
  • IOC এর সদর দপ্তর- লুজান, সুইজারল্যান্ড।
  • আধুনিক অলিম্পিকের প্রথম আসর বসে- ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে।
  • পতাকা প্রথম উত্তোলন করা হয়- ১৯২০ সালে; এন্টওয়ার্প অলিম্পিকে। 
  • অলিম্পিকে মহিলাদের প্রথম প্রতিযোগিতার সুযোগ দেয়া হয়- ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে।
  • অলিম্পিকে পুরুষদের সাঁতার প্রতিযোগিতা শুরু হয়- ১৮৯৬ সালে; এথেন্সে। 
  • আধুনিক অলিম্পিকের সবচেয়ে বেশি আসর বসে- লন্ডনে; ১৯০৮, ১৯৪৮. ২০১২ সালে ।
  • প্রথম ফুটবল খেলা অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়- ১৯০০ সালে; প্যারিসে। 
  • অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়- ১৯০০ সালে।
  • ওয়াটার পলো প্যারা অলিম্পিক আয়োজন করা হয়- প্রতিবন্ধীদের জন্য।
  • বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক আসর অনুষ্ঠিত হয়নি- ১৯১৬, ১৯৪০ ও ১৯৪৪ সালে। 
  • বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে- ২৩তম অলিম্পিকে; ১৯৮৪ সালের লস এঞ্জেলস আসরে।

 

পাঁচ রং পাঁচ মহাদেশ

  1.  এশিয়া (হলুদ)
  2. ইউরোপ (নীল)
  3.  আফ্রিকা (কালো)
  4. আমেরিকা (লাল)
  5. ওশেনিয়া (সবুজ)

 দাপ্তরিক ভাষা ইংরেজি ও ফরাসি।

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion