জনাব উজ্জ্বল ২০ কোটি টাকা বিনিয়োগ করে ও ১০০ জন শ্রমিক নিয়ে কুমিল্লায় একটি এনার্জি সেভিংস্ বাল্ব তৈরির কারখানা প্রতিষ্ঠা করেন। সম্প্রতি এ বাল্বের চাহিদা অনেক বৃদ্ধি পাওয়ায় এখন তিনি এ ব্যবসায়টি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন।
জনাব জোবায়ের একটি রুটি প্রস্তুতের কারখানা পরিচালনা করেন। যে পরিমাণে রুটি তিনি প্রতিদিন সাপ্লাই দিতে পারেন, সে পরিমাণেই রুটি প্রস্তুত করেন। ফলে কারখানাতে মুনাফার পরিমাণ বাড়তে থাকে।
জনাব আজাদ একটি রুটি প্রস্তুতের কারখানা পরিচালনা করেন। যে পরিমাণ রুটি তিনি প্রতিদিন বেকারিতে সাপ্লাই দিতে পারবেন সে পরিমাণেই রুটি প্রস্তুত করেন। ফলে তার কারখানাতে মুনাফার পরিমাণ বাড়তে থাকে।
Read more