ওশেনিয়া মহাদেশ

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
699
699

ওশেনিয়া মহাদেশের অঞ্চল ভিত্তিক ১৪ টি দেশের নাম 

অস্ট্রেলিয়া 

২ টি 

১. অস্ট্রেলিয়া 

২. নিউজিল্যান্ড 

পলিনেশিয়া 

৩ টি 

১. সামোয়া 

২. টোঙ্গা 

৩. ট্রুভ্যালু 

মাইক্রোনেশিয়া 

৫ টি 

১. মাইক্রোনেশিয়া 

২. কিরিবাতি 

৩. নাউরু 

৪ মার্শাল দ্বীপপুঞ্জ 

৫. পালাউ 

মেলানেশিয়া 

৪ ট 

১. পাপুয়া নিউগিনি 

২. সলোমন দ্বীপপুঞ্জ 

৩. ভানুয়াতু 

৪. ফিজি 

 

Content added || updated By

অস্ট্রেলিয়া

506
506
Please, contribute by adding content to অস্ট্রেলিয়া.
Content

নিউজিল্যান্ড

542
542
  • দক্ষিনের গ্রেট ব্রিটেন বলা হয়- নিউজিল্যান্ডকে।
  • নিউজিল্যান্ড আবিষ্কার করেন নেদারল্যান্ডের জিল্যান্ড প্রদেশের অধিবাসী- ভ্যাসম্যান। 
  • নিউজিল্যান্ডের নারীরা বিশ্বের প্রথম ভোটাধিকার লাভ করে- ১৮৯৩ সালে।
  • নিউজিল্যান্ডের জাতীয় পাখি হলো- কিউই ।
  • নিউজিল্যান্ডের জাতীয় খেলা- রাগবি।
  • নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয়- কিউই।
  • মাউরি নিউজিল্যান্ডের- আদিবাসী।
  • নিউজিল্যান্ডের স্ব-শাসিত অঞ্চল- কুক আইল্যান্ড, কিউই।
  • নিউজিল্যান্ড ক্রিকেট টিমকে বলা হয়- ব্ল্যাক ক্যাপস।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

তেনজিং ও হিলারি

544
544
Please, contribute by adding content to তেনজিং ও হিলারি.
Content

মেলানেশিয়া

510
510

দেশের নাম 

রাজধানী 

মুদ্রা

সলোমন দ্বীপপুঞ্জ 

হোনিয়ারা 

ডলার 

পাপুয়া নিউগিনি 

পোর্ট মোরসবি

কিনা

ভানুয়াতু 

পোর্ট ভিলা 

ভাতু 

ফিজি 

সুভা 

ডলার 

  • মেলানেশিয়া অর্থ কৃষ্ণ দ্বীপ ।
  • ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন কুক এ দ্বীপগুলো আবিষ্কার করেন।
  • বিশ্বের সর্বাধিক ভাষার দেশ পাপুয়া নিউগিনি (৮২০টি)।
     
Content added By

পলিনেশিয়া

495
495

দেশের নাম

রাজধানী
 

মুদ্রা 

টোঙ্গা

নুকুয়ালোফা

পাঙ্গা

টুভ্যালু

ফুনাফুটি

ডলার 

পশ্চিম স্যামোয়া

আপিয়া

ডলার 

 

  • পলিনেশিয়া শব্দের অর্থ- অনেক দ্বীপ
  • পলিনেশিয়ার দ্বীপগুলো ভৌগোলিক অবস্থান মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ।
  • নিউজিল্যান্ডের আওতায় পলিনেশিয়ার দ্বীপপুঞ্জ, নিও এবং কুক দ্বীপপুঞ্জ ।
  • চিলির মালিকানায় পলিনেশিয়ার দ্বীপপুঞ্জ- ইস্টার দ্বীপপুঞ্জ।
  •  যুক্তরাষ্ট্রের আওতায় পলিনেশিয়ার - হাওয়াই দ্বীপপুঞ্জ।
Content added By

মাইক্রোনেশিয়া

529
529

দেশের নাম

রাজধানী

মুদ্রা

ফেডারেটেড স্টেট অব মাইক্রোনেশিয়া

পালিকির

ডলার

মার্শাল দ্বীপপুঞ্জ

মাজুরু

ডলার

কিরিবাতি

তারাওয়া

ডলার

নাউরু

ইয়ারেন

ডলার

পলাউ

মেলিকিউক

ডলার

 

  • গুয়াম: প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন একটি দ্বীপ। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। বর্তমানে এ দ্বীপে একটি মার্কিন নৌ-ঘাঁটি রয়েছে। 
  •  যুক্তরাষ্ট্রে আওতায় মাইক্রোনেশিয়ার দ্বীপপুঞ্জ - উত্তর মারিয়ানা, গুয়াম ও ওয়াক দ্বীপপুঞ্জ।
  •  ওশেনিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ- পালাউ।
Content added By
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion