সনদ অনুযায়ী জাতিসংঘের ছয়টি মূল অঙ্গ সংগঠন রয়েছে।
১. সাধারণ পরিষদ (General Assembly)
২. নিরাপত্তা পরিষদ (Security Council)
৩. অছি পরিষদ (Trusteeship Council)
৪.. আন্তর্জাতিক আদালত (ICJ)
৫. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)
৬. সচিবালয় (Secretariat )
জাতিসংঘের মূল সংস্থা ৬ টি
সাধারণ পরিষদ |
কাজ- নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচন, মহাসচিব নিয়োগ, নতুন সদস্য গ্রহণ, বাজেট দেন। কোন রাষ্ট্রকে বহিষ্কার করা। |
---|---|
নিরাপত্তা পরিষদ |
কাজ- আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা |
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ |
১. ECA Economic Commission of Africa. (আদ্দিস আবাবা, ইথিওপিয়া) ২. ECE Economic Commission of Europe. (জেনেভা, সুইজারল্যান্ড)। ৩. ECLAC Economic Commission for Latin America and the Caribbean. (সান্টিয়াগো, চিলি)। ৪. ESCAP-Economic and Social Commission for Asia and the Pacific. (ব্যাংকক, থাইল্যান্ড)। ৫. ESCWA- Economic and Social Commission for Western Asia, (বৈরুত, লেবানন)। কাজ- ভবনযাত্রার মান উন্নয়ন, বেকার সমস্যা সমাধান শিক্ষা প্রान ও বাহ বিভিন্ন তল্যাণমূলক কাজ | |
অছি পরিষদ |
কাজ- অনুন্নত অঞ্চলের তত্ত্বাবধান, অন্তর্ভূক্ত অঞ্চলের উন্নতি ও অধিবাসীদের স্বাধীনতা। |
সচিবালয় |
কাজ- মহাসচিব ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে গঠিত, প্রধান থাকেন মহাসচিব যিনি ৫ বছরের জন্য নির্বাচিত হন। |
আন্তর্জাতিক বিচারালয় |
কাজ- এই আদালতে কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না। কিন্তু আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে জাতিসংঘের যে কোন সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবে। |
Read more