পরিবেশ সংরক্ষণ ও ব্যবসায়

একাদশ- দ্বাদশ শ্রেণি - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র | NCTB BOOK
1k

ঢাকা বাংলাদেশের রাজধানী । স্বাধীন বাংলাদেশে এটা আমাদের গর্বের ধন । কিন্তু এই ঢাকার পরিবেশে যেভাবে বিপর্যয় ঘটেছে তাতে এই শহরের মানুষ এখন বাধ্য হয়ে এখানে বাস করছে বললে অত্যুক্তি হবে না । ভয়াবহ যানজট, হাঁটার রাস্তা সব ব্যবসায়ী ও হকারদের দখলে । বুক ভরে বিশুদ্ধ বাতাস নেয়ার সুযোগ সীমিত । ধুলা-বালি, গ্যাস-ধুয়া আর পরিবহণের নির্গত শিশায় বাতাস দূষিত। পরিবহণের গাড়ির উচ্চ শব্দের হর্ণ, কোলাহল ও হৈ চৈ মিলিয়ে শব্দ দূষণ মারাত্মক । খেলার মাঠ নেই । যা আছে তা পরিবহণ কোম্পানির গাড়ি রাখার আর ময়লা ফেলার ভাগাড় । ঢাকার চারদিকে নদী । কিন্তু তা মারাত্মকভাবে পানি দূষণের শিকার । ট্যানারি ও শিল্পের তরল বর্জ্য ফেলার সহজ ক্ষেত্রে পরিণত হয়েছে নদীগুলো । দুর্গন্ধে এখন এই নদীর পাশে বাস করাই কষ্টসাধ্য। এখন যদি বলা যায়, এই দূষণের পিছনে প্রত্যক্ষ দায় কাদের? দেখা যাবে উত্তর বেরিয়ে আসবে বেশির ভাগ দায় ব্যবসায়ী শ্রেণির । প্রশ্ন উঠতে পারে সরকার কী করছে? সরকারের ওপর দায় চাপিয়ে চোখ-কান বন্ধ করে ব্যবসায়ীরা এগুলো করবে এটাতো কাম্য নয় । সমাজের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তাদের দায় রয়েছে এটা কী তারা অস্বীকার করতে পারবে?

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...