বুড়িগঙ্গা নদীতে মাঝিদের নৌকাবাইচ প্রতিযোগিতা হচ্ছে। সকালে এটা দেখার পর ইফাজ রাতে ঢাকা শহরের বেইলি রোডে 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটি দেখে।
শাহাদাত তার মা-বাবার সাথে গ্রামে বসবাস করে। তার চাচা পরিবারসহ শহরে থাকেন। শাহাদাত তার চাচাত ভাই হাসেম এর পোশাক-পরিচ্ছদ ও চাল-চলন খুব পছন্দ করে। তাই সে হাসেমের মত পোশাক-পরিচ্ছদ পরিধান ও কথাবার্তা বলার চেষ্টা করে।
রূপনগরের লোকসংখ্যা সাত শত। এরা একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বহুদিন যাবত বসবাস করছে। রূপনগরের নারী-পুরুষ একে অপরের সুখ-দুঃখের সাথী।
Read more