Processing math: 0%

বিখ্যাত বিজ্ঞানী

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
646
646
Please, contribute by adding content to বিখ্যাত বিজ্ঞানী.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

এ পি জে আবুল আব্দুল কালাম
মাকসুদুল আলম
আবদুস সালাম
জামাল নজরুল ইসলাম

ইবনে সিনা

508
508
  • বিখ্যাত মুসলিম চিকিৎসক, জ্যোতির্বিদ ও দার্শনিক।
  • ইবনে সিনা উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন ৯৮০ সালে ।
  • ইবনে সিনাকে জ্ঞানীকূলের শিরোমণি (আল-শায়খ আল-রাঈসা) বলে আখ্যায়িত করা হয়।
  • তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-

কিতাব আল-শিফা' (দর্শন শাস্ত্র)।

আল-কানুন (The Canon of Medicine)

 আল-ইশারাত ওয়াত-তানবিহাত

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

পর্যটক
মহাকাশচারী
চিকিৎসক
সেনাপতি
চিকিৎসা বিজ্ঞানী
জীববিজ্ঞানী
রাষ্ট্রবিজ্ঞানী
মনোবিজ্ঞানী

আইজ্যাক নিউটন

395
395
  • আইজ্যাক নিউটন বিখ্যাত ব্রিটিশ গণিতবিদ ও পদার্থ বিজ্ঞানী।
  • ১৭০৫ সালে নাইট উপাধিতে ভূষিত হন।
  • তাঁর বিখ্যাত গ্রন্থ ও অবদান- Mathematical Princes of Natural Philosophy', ক্যালকুলাস, অভিকর্ষ, আলোবিদ্যা বস্তুর গতি সূত্র (৩টি) ইত্যাদির জন্য বিখ্যাত।
Content added By

আইনস্টাইন

433
433
  •  আইনস্টাইন ছিলেন বিখ্যাত জার্মান ইহুদি পদার্থ বিজ্ঞানী
  • জার্মানির উলম শহরে জন্মগ্রহণ করেন- ১৮৭৯ সালে
  • বিখ্যাত 'আপেক্ষিক তত্ত্ব বা Theory of Relativity (E = me) প্রণেতা।
  • 'আলোর তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ১৯২১ সালে ।

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

টেলিস্কোপ
ছাপা মেশিন
বৈদ্যুতিক বাল্ব
আপেক্ষিকতা তত্ত্ব
ফরাসী বিজ্ঞানী
জার্মান বিজ্ঞানী
মার্কিন বিজ্ঞানী
রুশ বিজ্ঞানী
বিশ্ববিদ্যালয়ের প্রফেসর
বিচারপতি
আইনবিদ
চিকিৎসক
ফটোইলেকট্রিক ইফেক্ট
  সূত্রের জন্য
আপেক্ষিক তত্ত্বের জন্য
কোনটিই নয়
E=mc2 সূত্র আবিস্কারের জন্য
আণবিক বোমা আবিষ্কারের জন্য
শক্তির নিত্যত্বার সূত্র আবিষ্কারের জন্য
ফটো - ইলেকট্রিসিটির সূত্র আবিষ্কারের জন্য

মাদাম কুরি

442
442
  • মাদাম কুরি ১৮৬৭ সালে পোল্যান্ডে ওয়ারশতে জন্মগ্রহণ করেন। 
  • ১৯০৩ সালে প্রথম মহিলা হিসেবে নোবেল পুরষ্কার লাভ করেন।
  • ১৯০৩ সালে পদার্থ ও ১৯১১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন
  • ১৯০৩ সালে ম্যারি কুরি ও তাঁর স্বামী পিয়েরে কুরি যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
  • তিনিই প্রথম নারী যিনি ভিন্ন দুই শাখায় নোবেল পুরস্কার লাভ করেন।
Content added By

আলেকজান্ডার ফ্লেমিং

400
400
  •  বিখ্যাত ব্রিটিশ চিকিৎসক ও অণুজীব আলেকজান্ডার ফ্লেমিং স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন।
  •  'পেনিসিলিন' আবিষ্কারের জন্য বিখ্যাত।
  • ১৯৪৪ সালে পেনিসিলিন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
  • ১৯৪৪ সালে 'নাইট' উপাধি লাভ করেন।
Content added By

গ্রাহাম বেল

417
417
  • বিখ্যাত বিজ্ঞানী গ্রাহাম বেল স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন।
  • টেলিফোন আবিষ্কার করেন।
  • 'বোবাদের পিতা' বলা হয়- গ্রাহাম বেলকে। 
Content added By

গ্যালেলিও গ্যালেলাই

434
434
  •  ইতালীয় জ্যোর্তিবিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী ।
  • দূরবীক্ষন বা টেলিস্কোপ যন্ত্রের আবিষ্কারক
  • গ্যালেলিও পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন। 
  •  বিখ্যাত উক্তি- 'সূর্য পৃথিবীর চারদিকে নয়, বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে।”
Content added By

লুই পাস্তুর

442
442
  • বিখ্যাত ফরাসি অণুজীববিজ্ঞানী ও রসায়নবিদ।
  • রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন।
  • তিনি প্রমান করেন অ্যালকোহল জাতীয় দ্রব্য পচনের জন্য দায়ী অনুজীব
  • অ্যান্থ্রাক্স, জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা আবিষ্কার করেন।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

স্টিফেন ইউলিয়াম হকিং

364
364
  •  স্টিফেন হকিং একাধারে পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ ছিলেন।
  • স্টিফেন হকিং ১৯৪২ সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন।
  • ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ী অধ্যাপক ছিলেন।
  •  Motor Neurone Disease' রোগে আক্রান্ত ছিলেন। 
  • তাঁর জীবননির্ভর চলচ্চিত্র 'The Theory of Everything
  • উল্লেখযোগ্য গ্রন্থ-

My Brief History

A Brief History of Time

The Grand Design

The Universe in a Nutshell 

Content added By

অ্যাডাম স্মিথ

366
366
  • ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ স্কটল্যান্ডে ১৭২৩ সালে জন্মগ্রহণ করেন।
  • অর্থনীতির জনক হিসেবে পরিচিত।
  • অর্থনীতিকে 'সম্পদের বিজ্ঞান' নামে অভিহিত করেন। 
  • অর্থনীতিতে 'অদৃশ্য হাত' ধারণাটি তিনি প্রবর্তন করেন।
  • 'ক্ল্যাসিকাল' এবং 'লেইসে ফেয়ার বাদের প্রবক্তা।
  • উল্লেখযোগ্য গ্রন্থ-

The Theory of Moral Sentiments 

 The Wealth of Nations
 

Content added By

পল স্যামুয়েলসন

391
391
  •  আধুনিক অর্থনীতির জনক হিসেবে অভিহিত করা হয়।
  • ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
  • যুক্তরাষ্ট্রের মধ্যে তিনিই সর্বপ্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

 

Content added By

জন লক

472
472
  • বিখ্যাত ব্রিটিশ দার্শনিক, চিকিৎসক ও রাজনৈতিক ভাস্যকর। 
  • আধুনিক গণতন্ত্র' বা 'সংসদীয় গণতন্ত্রের জনক।
  • State of Nature সম্পর্কে ধারণা প্রদান করেন। 
  • বিখ্যাত উক্তি- "যেখানে আইন নেই, সেখানে স্বাধীনতা নেই।
  • উল্লেখযোগ্য গ্রন্থ-

 Two Treatises of Civil Government.

An Essay Concerning Human understanding. 

A Letter Concerning Toleration.

Content added By
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion
;