বয়ঃসন্ধিকাল বা বয়ঃপ্রাপ্তি (Puberty or Adolescence)
জীবনের যে পর্যায়ে নারী ও পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্যের (secondary sexual characteristics) উদ্ভবসহ প্রজননতন্ত্রের অঙ্গগুলো সক্রিয়তা লাভে সমর্থ হয় তাকে বয়ঃসন্ধিকাল বলে। অর্থাৎ কৈশোর এবং সাবালকত্ব প্রাপ্তির অন্তবর্তীকালীন সময় হচ্ছে বয়ঃসন্ধিকাল (puberty is the time between childhood and adulthood)। আমাদের দেশের প্রেক্ষাপটে ছেলেদের বয়ঃসন্ধিকালের বয়স ১৩-১৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১১-১৩ বছর বলে বিবেচনা করা হয়।
বয়ঃসন্ধি কালে দৈহিক,শারীরিক ও মানসিক যেসব পরিবর্তন দেখা দেয় নিচে তা আলোচনা করা হলোঃ
বৈশিষ্ট্য | পুরুষ | নারী |
---|---|---|
লোম | মুখ, বগল, শ্রোণিদেশে লোম | বগল ও শ্রোণিদেশে লোম |
পেশি | বলিষ্ঠ ও সুগঠিত হয় | তেমন নয় |
মেদ | মুখ ও পেটে সঞ্চিত হয় | কোমর ও নিতম্বে সঞ্চিত হয় |
স্তন | প্রায় স্বাভাবিক থাকে | প্রচুর মেদ সঞ্চিত হয়ে সুডৌল ও উন্নত করা |
কণ্ঠস্বর | গাঢ়, ভারী ও গম্ভীর হয়ে উঠে | মেয়েলী স্বর প্রকাশ পায় |
হৃৎপিন্ডের গতি ও রক্তচাপ | বৃদ্ধি পায় | বৃদ্ধি পায় |
শ্বাসপ্রশ্বাস | গভীর হয় | গভীর হয় |
মৌল বিপাকীয় হার | বৃদ্ধি পায় | হ্রাস পায় |
লোহিত রক্তকণিকা | অনেক বৃদ্ধি পায় | কিছু পরিমাণ হ্রাস পায় |
জননাঙ্গের হরমোন | উৎপন্ন ও ক্ষরিত হতে থাকে | উৎপন্ন ও ক্ষরিত হতে থাকে |
জননকোষ | শুক্রাণুসহ বীর্য উৎপন্ন ও স্খলিত হয় | রজঃচক্র আরম্ভ হয় |
আনুষঙ্গিক জনন অঙ্গ | সুগঠিত ও কার্যক্ষম হয়ে উঠে | সুগঠিত ও কার্যক্ষম হয়ে উঠে |
বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ | মেয়েদের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় | ছেলেদের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় |
ভাব | বিচিত্র খেয়াল ও ভাব মনে জেগে উঠে | নারীসুলভ মানসিকতার প্রকাশ ঘটে |
Read more