আলম মাস্টার তার নাতি-নাতনিদের কাছে বর্তমান সময়ের অভাব- অনটনের কথা উল্লেখ করে বলেন, এমন এক সময় ছিল যখন সম্পত্তিতে ব্যক্তিমালিকানা ছিল না। মানুষ দলবদ্ধ হয়ে বন-জঙ্গল হতে ফলমূল সংগ্রহ ও পশুপাখি শিকার করত এবং খালবিল হতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত। তারা খাবার জমা রাখার চিন্তাই করত না।
বশির, কামাল ও সুদর্শন শিকদার কতকগুলো সাধারণ স্বার্থ এবং অনুভূতি, একই আচার-ব্যবহার এবং রীতিনীতিতে প্রণোদিত হয়ে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে বাস করে। বশির ও কামাল সারাদিন মাছ ধরে যে টাকা অর্জন করে তা সুদর্শন শিকদারের কাছে জমা করে সঞ্চয় হিসেবে। সুদর্শন উক্ত টাকা তার তাঁত ব্যবসায়ে বিনিয়োগ করে এবং তা থেকে বশির ও কামালকে নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করে
স্কুলছাত্র রহিম রাস্তার মোড়ে প্রায়ই প্রকাশ্যে ধুমপান করে। পাড়ার মুরব্বীরা ব্যাপারটা লক্ষ করে রহিমকে ধুমপানের কুফল সম্পর্কে তার নিজের এবং সমাজের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে পরামর্শ দেন।
Read more