Frequently Asked Questions

স্যাট একাডেমি দেশের সর্ববৃহৎ শিক্ষাভিত্তিক ওপেন প্লাটফর্ম
স্যাট একাডেমি এবং এর সকল ফিচার, ব্যবহারবিধি, প্রাইভেসি, টার্মস & কন্ডিশন ইত্যাদি সম্পর্কে বহুবিধ তথ্যের সমন্বয়ে গঠন করা হয়েছে স্যাট এর FAQ সেকশন। অর্থাৎ এখান থেকে স্যাট ও ফিচার সম্পর্কে আপনার সকল অজানা বিষয় জানতে পারবেন।

Business Promotions

SATT Academy বিজনেস একাউন্ট দিয়ে আপনার কোনো পণ্য বা সেবার প্রমোশন চালানোর জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুনঃ

 

১. আপনার বিজনেস ড্যাশবোর্ড এ প্রবেশ করে Promotion List অপশনে ক্লিক     করুন।

 

এভাবে খুব সহজেই আপনি প্রমোশন তৈরি করতে পারবেন।

প্রমোশন তৈরি করে Publish Request পাঠানোর পর অ্যাডমিন রা সেটা রিভিউ সাপেক্ষে যত দ্রুত সম্ভব পাবলিশ করে দিবেন।

আপনার প্রমোশনের প্রতিটা ভিউতে আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে ০.০২৫ টাকা করে কেটে নেওয়া হবে। 

SATT Academy প্রোমোশন সিস্টেমের মাধ্যমে আপনি ছবি, ভিডিও, লিখিত কন্টেন্ট, এবং আপনার বিজনেস অ্যাকাউন্ট এর বিভিন্ন বই, কোর্স, এক্সাম ইত্যাদি প্রোমোট করতে পারবেন।

কোনো প্রোমোশনের পাবলিশ রিকুয়েস্ট পাঠানোর জন্য Status কলামে থাকা Publish request বাটনটিতে ক্লিক করবেন।

তারপর কোনদিন পর্যন্ত আপনি প্রমোশন চালু রাখতে চান সেই তারিখটি সিলেক্ট করে Send request বাটনে ক্লিক করুন।

প্রথমে Sync Links বাটনে ক্লিক করুন।

তারপর আপনার পছন্দমত পেজগুলোকে Add করুন, Active করুন এবং কোন পেজের কোথায় আপনি প্রোমোশন টি দেখাতে চান সেটি সিলেক্ট করুন। তারপর নিচে থাকা Submit বাটনটিতে ক্লিক করুন।

প্রোমোশন লিস্ট থেকে কোনো একটি প্রমোশ্ন খুঁজে পেতে লিস্টের উপরে থাকা ফিল্টার অপশনগুলো ব্যবহার করতে পারেন।

কোনো প্রোমোশন এডিট করতে প্রথমে নিচের ছবিতে দেখানো এডিট আইকনে ক্লিক করুন।

 

তারপর একটি ফর্ম ওপেন হবে। সেখানে তথ্যগুলো প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে সাবমিট বাটনে ক্লিক করুন।

প্রথমে Sync Links বাটনটিতে ক্লিক করুন।

তারপর ওপেন হওয়া মডালটির Show In কলাম থেকে বিভিন্ন পেজের কোথায় আপনার বিজ্ঞাপণটি দেখাবেন তা সিলেক্ট করে দিতে পারবেন।

 

কোনো প্রোমোশন ডিলেট করতে চাইলে ডিলেট বাটনে ক্লিক করুন।

 

 

যে বিজ্ঞাপণটি বন্ধ করতে চান সেটার “Active” লেখা অপশনটিতে ক্লিক করুন এবং কনফার্মেশন মেসেজ আসলে কনফার্ম করুন। এতে আপনার বিজ্ঞাপণটি Inactive হয়ে যাবে। পরবর্তিতে আপনি চাইলে আবার Inactive লেখার উপর ক্লিক করে বিজ্ঞাপণটি Active করতে পারবেন।

কোনো বিজ্ঞাপণের প্রিভিউ দেখতে চাইলে নিচের ছবিতে দেখানো প্রিভিউ আইকনে ক্লিক তারপর আপনি নিচের ছবির মত করে বিজ্ঞাপণটির প্রিভিউ দেখতে পাবেন।

প্রথমে বিজনেস ড্যাশবোর্ড এর প্রোমোশন লিস্ট এ যান।

 

প্রথমে বিজনেস ড্যাশবোর্ড এর প্রোমোশন লিস্ট এ যান।

উপরের ডানপাশে থাকা Promote ড্রপডাউন বাটনে ক্লিক করে আপনার প্রয়োজন অনুযায়ী অপশন সিলেক্ট করুন। তারপর পছন্দমত জিনিসটি প্রোমোট করুন।

উদাহরণস্বরূপ, কোর্স প্রোমোট করার জন্য Promote Course এ ক্লিক করার পর কোর্স লিস্ট আসবে। যে কোর্সটি প্রোমোট করতে চান, সেটির Action ড্রপডাউন থেকে Promote অপশনে ক্লিক করুন।

তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে Submit বাটনে ক্লিক করুন।

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion