Frequently Asked Questions

স্যাট একাডেমি দেশের সর্ববৃহৎ শিক্ষাভিত্তিক ওপেন প্লাটফর্ম
স্যাট একাডেমি এবং এর সকল ফিচার, ব্যবহারবিধি, প্রাইভেসি, টার্মস & কন্ডিশন ইত্যাদি সম্পর্কে বহুবিধ তথ্যের সমন্বয়ে গঠন করা হয়েছে স্যাট এর FAQ সেকশন। অর্থাৎ এখান থেকে স্যাট ও ফিচার সম্পর্কে আপনার সকল অজানা বিষয় জানতে পারবেন।

Current Affairs (Samprotik)

কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs) বলতে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলী, তথ্য, নীতি, আবিষ্কার, রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু এবং অন্যান্য সমসাময়িক বিষয় বোঝানো হয়।

হ্যাঁ, আমরা প্রতিদিন তথ্য গুলাকে Update দিয়ে থাকি 

হ্যাঁ, আপনি টাকা পাবেন আপনার প্রশ্নটি 

হ্যাঁ, আপনি যেই প্রশ্নটি খুছেন তা Search এর মাধ্যমে সহজে খুজে পাবেন 

আপনি আপনার মন মতো প্রশ্ন নিয়ে পরিক্ষা দিতে পারেন ।

আপনি আপনার মন মতো প্রশ্ন নিয়ে পরিক্ষা দিতে পারেন ।

হ্যাঁ, আপনি আপনার মন মতো পিন্ট করতে পারেন ।

আপনি ফিল্টার থেকে শুধু  International সিলেক্ট করলেই হবে ।

 

আপনি ফিল্টার থেকে  Bangladesh & International সিলেক্ট করলেই হবে ।

আপনি যে কাটাগরির প্রশ্ন নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে পরের ফিল্টার টিতে with সিলেক্ট করতে হবে তা হলে আপনি শুধু mcq পেয়ে জাবেন ।

আপনি যে কাটাগরির প্রশ্ন নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে পরের ফিল্টার টিতে without  সিলেক্ট করতে হবে তা হলে আপনি শুধু  এক কথায় প্রকাশ পেয়ে জাবেন ।

আপনি যে কাটাগরির প্রশ্ন নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে পরের ফিল্টার টিতে with & without  সিলেক্ট করতে হবে তা হলে আপনি mcq & এক কথায় প্রকাশ পেয়ে জাবেন ।

আপনি শেয়ার  করতে পারেন যে কোন মাধ্যমে করতে পারে ।

হ্য্‌ আপনি ব্যাখ্যা অ্যাড করতে পারেন ।

হ্যা, আপনি Edit  করতে পারেন ।

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion