মৌলভিবাজার জেলা

সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী - মৌলভিবাজার জেলা
  • মৌলভী কুদরত উল্লার নামানুসারে এর নামকরণ করা হয়। এটি মনু নদীর তীরে অবস্থিত।
  • বাংলাদেশে মোট ১৬৭ টি চা বাগান রয়েছে। এর মধ্যে ৯১ টি মৌলভীবাজারে। বাংলাদেশে চায়ের রাজধ বলা হয় শ্রীমঙ্গলকে।
  • বাংলাদেশে চা গবেষণা কেন্দ্র- শ্রীমঙ্গলে।
  • মাগুরছড়া গ্যাসক্ষেত্র খনন করে অক্সিডেন্টাল কোম্পানি (USA)
  • বলিশিরা ভ্যালি- মৌলভীবাজারে।
  • মাধবকুণ্ড জলপ্রপাত (একমাত্র) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় উৎপত্তি বড়লেখা পাঘারিয়া পাহাড়
  • মুলাইছড়ি ইকোপার্ক অথবা মাধবকুন্ড ইকোপার্ক, মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলায়।
  • বাংলাদেশে সবচেয়ে চা উৎপাদন হয় মৌলভীবাজারে।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- নীলা দত্ত নাগ (ঢা.বি. এর ১ম ছাত্রী), সৈয়দ মুজতবা আলী ।
  • দর্শনীয় স্থান- টি মিউজিয়াম (শ্রীমঙ্গল), মাধবকুন্ড জলপ্রপাত, হাকালুকি হাওড়, বাইক্কা বিল, মুনিপুরী পল্লী।
Content added By
Promotion