OSH নীতি এবং পদ্ধতি

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

OSH নীতি এবং পদ্ধতি

এই শিখনফল অর্জনের মাধ্যমে আমরা OSH নীতিমালা, সুরক্ষা লক্ষণ এবং চিহ্ন সম্পর্কে জানব ।

Content added || updated By

১.১.১ OSH (Occupational Safety and Health)

পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি (Occupational Safety and Health - OSH) বলতে বোঝায় কর্মক্ষেত্রে অর্থাৎ পেশাগত কর্ম সম্পাদনের সময় ব্যক্তিগত স্বাস্থ্য, মেশিন, ইকুইপমেন্ট ও সম্পদের নিরাপত্তা বিধান করা ।

OSH নীতিমালা-

  • ওয়ার্ক শপে প্রশিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনব এবং তার নির্দেশনা মেনে চলব 
  • কাজের সময় এ্যাপ্রোন পরিধান করব
  • প্রয়োজন অনুযায়ী জুতা, রাবার গ্লাভস, মাস্ক এবং গগল্স পরিধান করব 
  • কারখানার ভেতর ইমারজেন্সি স্টপ বাটন (Stop Button) কোথায় তা জেনে রাখব
  • কোন মেশিন সঠিক ভাবে চালানো না শিখে ব্যবহার করব না 
  • ঘূর্ণায়মান মেশিনের কাছ থেকে দূরে থাকব 
  • কখনও খোলা বৈদ্যুতিক তারে হাত দিব না
  • ধারালো টুলস পকেটে রাখব না সব সময় কাজের উপযোগী যন্ত্রপাতি সতর্কতার সাথে ব্যবহার করব
  • ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করব না 
  • যন্ত্রপাতি রক্ষণাবেক্ষনের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করব 
  • তৈলাক্ত হাত দিয়ে যন্ত্র ব্যবহার করব না 
  • ওয়ার্কশপে অগ্নি নির্বাপকের অবস্থান ও ব্যবহার সম্পর্কে জেনে নেব 
  • ফার্স্ট এইড বক্সের (First Aid Box) অবস্থান ও ব্যবহার সম্পর্কে জেনে নেব 
  • কাজ শেষে ওয়ার্কশপের সব মেশিন এবং সুইচ বন্ধ আছে কি না তা নিশ্চিত হব 

 

 

Content added By

সুরক্ষা লক্ষণ এবং চিহ্ন

১.১.২ সুরক্ষা লক্ষণ এবং চিহ্ন

 

Content added By

আরও দেখুন...

Promotion