সম্প্রতি গার্মেন্টসসহ কতিপয় দ্রব্য বিনাশুল্কে কোন দেশে প্রবেশাধিকার পেয়েছে?

Created: 6 years ago | Updated: 9 months ago

কানাডা (Canada) উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি রাষ্ট্র। এর দশটি প্রদেশ আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত (Pacific) মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। উত্তর আমেরিকার উত্তর-পূর্বাংশে যে প্রাচীন শিলা গঠিত ক্ষয়প্রাপ্ত মালভূমি অবস্থান করছে তাকে কানাডীয় শিল্ড অঞ্চল বলা হয়।

  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Canada
  • রাজধানীঃ অটোয়া
  • ভাষাঃ ইংরেজি
  • মুদ্রাঃ ডলার

 

জেনে নিই 

  • উত্তর আমেরিকার সর্ববৃহৎ দেশের নাম- কানাডা ।
  • কানাডার রাজধানী- অটোয়া।
  • কানাডার বিখ্যাত শহর- টরেন্টো, মন্ট্রিল ও ভিক্টোরিয়া।
  • ম্যাপল পাতার দেশ নামে খ্যাত- কানাডা। কানাডা বিখ্যাত- কাগজ শিল্পের জন্য।
  • 'লো সিল্ক ট্রেড প্রোগ্রাম' জড়িত- কানাডার সাথে।
  • লিলি ফুলের দেশ বলা হয়- কানাডাকে ।
  • কানাডার মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে।
  • কানাডার জাতীয় টাওয়ার টরেন্টোতে অবস্থিত- সিএন টাওয়ার।
  • কানাডায় ফরাসি ভাষী জনগোষ্ঠী সবচেয়ে বেশি বাস করে- কুইবেক প্রদেশে।
  • কুইবেককে বলা হয়- পশ্চিমের জিব্রাল্টার কানাডা।
  • শান্তি সেতু (Peace Bridge) যুক্তরাষ্ট্র- কানাডা সীমানায় নায়াগ্রা নদীর উপর। 
  • আয়তনে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত- নায়াগ্রা ।
  • নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমানায় অবস্থিত।
  • উত্তর আমেরিকার বৃহত্তম পার্ক উড রাফালো- ন্যাশনাল পার্ক । 

 

Content added By

Related Question

View More