Job

Elaboration of VIRUS is

Created: 6 years ago | Updated: 2 months ago

ভাইরাস এর পূর্ণরূপ হচ্ছে—Vital Information Resources Under Seize. কম্পিউটার ভাইরাস কোনাে জীবাণু নয়। এগুলাে প্রােগ্রাম প্রস্তুতকারী কর্তৃক তৈরি এক প্রকার প্রােগ্রাম, যা কম্পিউটার সিস্টেমে জমা করে রাখা সফটওয়্যার বা উপাত্তকে (data) ধ্বংস করে দেয়। ফলে কম্পিউটার যথাযথভাবে কাজ করতে ব্যর্থ হয়। কম্পিউটার ভাইরাস  ফ্লপি ডিস্ক, পেনড্রাই, ইন্টারনেটের মাধ্যমে ছড়ায়। কয়েকটি উল্লেখযােগ্য ভাইরাসের নাম-Aids, Bye Bye, Bad Boy, Cindrella, CIH, I Love You ইত্যাদি।

কম্পিউটার ভাইরাস কাজ করে যেভাবে
কম্পিউটার ভাইরাস হলাে এক ধরনের ক্ষতিকর প্রােগ্রাম (Malware) যা কম্পিউটারে রক্ষিত ডেটা ও অন্যান্য সফটওয়ার এবং অপারেটিং সিষ্টেমের ক্ষতিসাধন করে। এছাড়া কমিম্পউটারে ভাইরাস ইন্টারনেটের গতিকে মন্থর করে দেয় ও নেটওয়ার্কের জ্যাম সৃষ্টি করে। কম্পিউটার ভাইরাস সাধারণত নেটওয়ার্কের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়ে। কম্পিউটার ভাইরাস প্রতিরােধে ব্যবহার করা হয় এমন সফটওয়্যার হলাে:
(১) Kaspersky
(২) Norton Antivirus ও
(৩) AVG

সিআইএইচ (CIH) ভাইরাস
সিআইএইচকে মাদার অব অল ভাইরাস বলা হয়। এটি হার্ডডিস্ক ও ফাশ বায়ােস উভয় ভিভাইসকেই অচল করে দেয়। ইন্টারনেট ডাউনলােডিং, ই-মেইল এটাচমেন্ট, পাইরেটেড সফটওয়ার ব্যবহার, ভাইরাস আক্রান্ত নেটওয়ার্ক সার্ভার ইত্যাদির মাধ্যমে এ ভাইরাস ছড়াতে পারে। এ ভাইরাস EXE ফাইলে ইফেক্ট করার মাধ্যমে বিস্তার লাভ করে তবে নির্দিষ্ট কিছু টিগারিং তারিখে ভয়ঙ্কর রূপ লাভ করে। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল এ ভাইরাস আঘাত করেছিল একবার যার ফলে চেরনােবিলে মর্মান্তিক তেজস্ক্রিয় দুর্ঘটনা ঘটেছিল। এজন্য এ তারিখে আঘাতকারী CIH কে চেরনােবিল ভাইরাস বলে।

CIH ভাইরাসকে মাদার অব অল ভাইরাস বলা হয়।

Content added By

Related Question

View More