Subjective Question

All Written Question - (40)

মোটরযানের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নির্দিষ্ট সময় পরপর নিচের যন্ত্রাংশগুলো পরীক্ষা করা এবং প্রয়োজনে পরিবর্তন করাই সার্ভিসিং- ক) নিচের সব fluid / অয়েল লেভেল দেখুন, প্রয়োজনে পরিবর্তন করে ফেলা ১) ইঞ্জিন অয়েল (Engine Fluid) ২) এটিএফ (Auto Transmission Fluid) ৩) ব্রেক অয়েল (Brake Fluid) ৪) পাওয়ার স্টিয়ারিং (Power Steering Fluid) ৫) রেডিয়েটর কুল্যান্ট (Radiator Coolant) খ) টায়ার প্রেসার (Tire air pressure) পরখ করা গ) স্পেয়ার টায়ার এয়ার প্রেসার পরখ করা ঘ) ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করা ঙ) এয়ার ফিল্টার পরিবর্তন করা চ) কেবিন ফিল্টার পরিবর্তন করা ছ) ব্রেক সিস্টেম পরখ করা জ) ইঞ্জিন কুলিং সিসেম এর রাবার হোস পাইপ গুলো পরখ করা ঝ) রেডিয়েটর প্রেসার ক্যাপ পরখ করুন, প্রয়োজনে পরিবর্তন করা ঞ) ড্রাইভ বেল্ট পরখ করুন, প্রয়োজনে পরিবর্তন করা ট) টাইমিং বেল্ট পরখ করুন, প্রয়োজনে পরিবর্তন করা। 

11 months ago

পর্চাঃ খতিয়ানের যে অনুলিপি ভূমির মালিককে দেয়া হয় তাই পর্চা।

খতিয়ানঃ মৌজাই এক বা একাধিক মালিকের জমির বিবরন যে নির্ধারিত ফরমে পৃথক পরিচিতি নম্বর দ্বারা চিহ্নিতকরা হয়, এ ফরমকে খতিয়ান বলে।

1 month ago

মানচিত্র ও নকশার মধ্যে পার্থক্যঃ-

তুলনার বিষয়

নকশা

মানচিত্র

ব্যবহৃত স্কেলবড় স্কেলছোট স্কেল
এলাকার বিস্তৃতিস্বল্প পরিসরবিস্তীর্ণ এলাকা
বস্তুর অবস্থাননিখুঁত অবস্থানপ্রতীকী অবস্থান
পৃথিবীর বক্রতাবিবেচ্য নয়বিবেচ্য
মাত্রিকতাদ্বিমাত্রিকহতে পারে দ্বিমাত্রিক / ত্রিমাত্রিক
1 month ago

শিকল অতিরিক্ত লম্বা হওয়ার কারণ 

ক. শিকলের জয়েন্ট ক্ষয় হলে, 

খ. শিকলের জয়েন্ট খুলে গেলে । 

1 month ago

একটি মৌজা নকশায় যে সব তথ্য উল্লেখ করা হয়ঃ- ১. জেলার নাম, ২. থানার নাম, ৩. মৌজার নাম ৪. স্কেল, ৫. দিক, ৬. সাংকেতি চিহ্ন ৭. জেএল নম্বর, ৮. দাগ নম্বর।

1 month ago

ভূমি জরিপ চার প্রকার। যথা- ক) ভূ-সংস্থানিক জরিপ খ) কিস্তোয়ার জরিপ গ) নগর জরিপ ঘ) প্রকৌশল জরিপ

1 month ago