রসায়ন

All Written Question - (118)

গাড়ির ব্যাটারিতে সালফিউরিক এসিড ব্যবহার করা হয়। প্রায় প্রত্যেক শিল্পে কোন না কোন স্তরে H2SO4 ব্যবহৃত হয়। সব রাসায়নিক পদার্থের মধ্যে H2SO4 বেশি উৎপন্ন ও ব্যবহৃত হয় বলে একে রাসায়নিক পদার্থসমূহের রাজা বলা হয়। H2SO4, সর্বাপেক্ষা প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, প্রায় প্রত্যেক শিল্পে উৎপাদনের কোন না কোন স্তরে কম বা বেশি পরিমাণে প্রয়োজন হয়। সমগ্র পৃথিবীতে ২০ মিলিয়ন টনের বেশি H2SO4 রাসায়নিক শিল্পে ব্যবহৃত হয়। ধুমায়মান সালফিউরিক এসিডকে অলিয়াম বলে। H2SO4 নিরুদক হিসেবেও ব্যবহার করা হয়।

9 months ago