On This Page
সাধারণ বিজ্ঞান - ভৌতবিজ্ঞান - চাপ

চাপ (Density)

কোন পৃষ্টের এর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। চাপের একক প্যাসকেল।

1 বায়ুমন্ডলীয় চাপ = 101325 প্যাসকেল।

চাপ = বলক্ষেত্রফল

 

 

প্যাসকেলের সূত্র: “পাত্রের আবদ্ধ তরল ও বায়বীয় পদার্থের কোন অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বায়বীয় পদার্থের সবদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে কিয়া করে।” প্যাসকেলের সূত্রের উপর ভিত্তি করে হাইড্রোলিক প্রেস তৈরি করা হয়েছে।

 

কোন নির্দিষ্ট স্থানে কোন ব্যক্তির ওজন (বল) অপরিবর্তিত থাকে। শোয়া অবস্থায় শরীরের অধিকাংশ (ক্ষেত্রফল) পৃথিবীর সংস্পর্শে থাকে। ফলে বল অধিক ক্ষেত্রফল এর মাধ্যমে পৃথিবীতে প্রযুক্ত হয়। এজন্য শোয়া অবস্থায় মানুষ সবচেয়ে কম চাপ দেয়। আবার দৌড়ানো অবস্থায় মানুষের একটি পা পৃথিবীর সংস্পর্শে থাকে। এখানে ব্যক্তির ওজন (বল) শুধু একটি পায়ের (স্বল্প ক্ষেত্রফল) এর মাধ্যমে পৃথিবীর প্রযুক্ত হয়।এজন্য দৌড়ানো অবস্থায় মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি চাপ দেয়। বিভিন্ন অবস্থায় মানুষের চাপ প্রয়োগের ক্রোম- দৌড়ানো > দাঁড়ানো > বসা > শোয়া।

 

Content added By

Promotion