On This Page

Modal Auxiliary

শুধু Tense দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। বিভিন্ন ধরনের মনোভাব প্রকাশ করতে Modal Auxiliaries ব্যবহার করা হয়। Modal-গুলো হচ্ছে : can/could, may/might, shall/ should, will/would, must, need, dare, ought to, have to, used to, be to, be going to, had better, would rather ইত্যাদি। এসব Modals ক্ষেত্র বিশেষে বিভিন্ন অর্থ প্রদান করে। গুরুত্বপূর্ণ Modal সমূহ আলোচনা করা হলো-

General Rule : Modal auxiliaries-এর পর সাধারণত verb-এর present form ব্যবহৃত হয়। এদের সাথে to ব্যবহৃত হয় না। তবে যেসব modal-এর সাথে
to আছে সেগুলো অক্ষুণ্ণ থাকে। যেমন—
He can do the work.
He used to walk in the morning.

Can / Could: নিম্নোক্ত অর্থ প্রকাশ করে :

A. Can দ্বারা বর্তমান সময়ের ক্ষমতা বা সামর্থ্য প্রকাশ করা হয়। Can অনুমতি প্রার্থনা করতেও ব্যবহৃত হয়। 

যেমন- I can do the work (বর্তমান সামর্থ্য), Can I use your pen? (অনুমতি) 

Can-এর past form হচ্ছে could যা দ্বারা অতীতের স্থায়ী ক্ষমতা বুঝায়। উল্লেখ্য, সামর্থ্য অর্থে can/could-এর পরিবর্তে be able to ব্যবহার করা যায়। সেক্ষেত্রে can/could-এর সাথে একত্রে ব্যবহার করা যাবে না। 

B. Could দ্বারা অতীতের স্থায়ী ক্ষমতা বুঝায়। যেমন— He could work 15 hours a day. কিন্তু অতীতে কোনো একটি মাত্র কাজ করতে পেরেছিল বুঝাতে could-এর পরিবর্তে was/were able to বা managed to ব্যবহার করতে হয় । তবে না-বোধক বাক্যে could not ব্যবহার করা যায় ।

যেমন- He managed to pass the test.

C. Could : বর্তমান সময়ে বিনীত অনুরোধ করতে could ব্যবহার করা যায় ।
D. Could have + vpp : অতীতে কোনো কাজ করার সামর্থ্য ছিল কিন্তু করা হয়নি— এরূপ বুঝাতে Could have + Verb-এর Past Participle ব্যবহৃত হয় ।
For example:

You could have done the work. – তুমি কাজটি করতে পারতে (কিন্তু করোনি)।
I could have beaten you.. - আমি তোমাকে মারতে পারতাম (কিন্তু মারিনি)।

 May/Might : May /Might নিম্নোক্ত অর্থ প্রকাশ করে -

A. অনুমতি প্রার্থনা : May I come in, sir?
B. ভবিষ্যৎ সম্বন্ধে অনুমান। সেক্ষেত্রে Might বেশি অনিশ্চয়তা প্রকাশ করে ।
It may rain today. (হতে পারে)
It might rain today. (হলেও হতে পারে)
C. May/might be + ing : বর্তমান সময়ে (Present continuous) অনুমান করতে ব্যবহৃত হয় । They may/might be watching TV now. – তারা হয়ত এখন টিভি দেখছে।
D. May/might have + vpp : অতীতের কোনো কাজ সম্বন্ধে অনুমান প্রকাশ করে । You might have heard about Milton – তুমি হয়ত মিল্টন সম্বন্ধে শুনেছ/শুনে থাকবে । 

Shall/Should : Shall/ Should সাধারণত নিম্নোক্ত অর্থ প্রকাশ করে :

A.মতামত চাইতে বা প্রস্তাব করতে প্রশ্নবোধক বাক্যে Shall বসে ।
Shall I make a cup of tea? Shall we go to the park?
B. Should সাধারণ বা ভবিষ্যৎ ঔচিত্য/কর্তব্য প্রকাশ করে। Ought to একই অর্থ দেয় ।
You should obey your parents. You ought to love your country.
C. Should be + ing : বর্তমানে করা/করতে থাকা উচিত বা কর্তব্য বোঝাতে You should be working now. - তোমার এখন কাজ করতে থাকা উচিত ।
ব্যবহৃত হয়।
D. Should have + vpp : অতীতে করা উচিত ছিল কিন্তু করা হয়নি বোঝাতে বসে । You should have done the work. - তোমার কাজটি করা উচিত ছিল (কিন্তু করোনি)।

Will/Would : ভবিষ্যৎ ঘটনা প্রকাশ, সাধারণ অনুরোধ ও বিনীত অনুরোধ করতে Will/ Would বসে।
I will go to Dhaka. (ভবিষ্যৎ ঘটনা)

Must : Must যেসব অর্থ প্রকাশ করে তা হলো : 

A. জরুরি উপদেশ বা সুপারিশ
-You are ill. You must see a doctor. 

B. জানা তথ্য থেকে সঙ্গত অনুমান করতে There are no lights on and no one answers the door bell. They must'nt be at home.


C. Must be + ing : কোনো (জানা) ঘটনা থেকে কোনো কাজ বর্তমানে ঘটছে এরূপ বোঝাতে এই গঠনটি ব্যবহৃত হয়।
-Rahim is back in the team today; he must be feeling better now. 


D. Must have + vpp : কোনো জানা তথ্য থেকে অতীতে ঘটে গেছে এমন অনুমান করতে এই structure-টি ব্যবহৃত হয় ।
You started early morning. You must have reached home before noon.


E. Obligation, Prohibition : বাধ্যবাধকতা ও নিষেধাজ্ঞা বোঝাতে must, mustn't ব্যবহৃত হয়।
You must come to office in time. - You mustn't talk in the classroom.

[বি.দ্র. Must-এর Past form নেই। তাই অতীত বাধ্যবাধকতা বুঝাতে had to ব্যবহৃত
হয়। যেমন- I had to do the work. ]

Have to : বর্তমান বা ভবিষ্যৎ Obligation বা বাধ্যবাধকতা বুঝাতে have to বসে । এর না-বোধক don't/doesn't দিয়ে করা হয়।
You don't have to help me if you don't have time. I can do the job myself.
 

Need, Dare : কোনো প্রয়োজন নেই বুঝাতে না-বোধক বাক্যে need এবং সাহস/ধৃষ্টতা দেখানো বুঝাতে প্রশ্নবোধক বাক্যে Dare বসে । অতীতে করার প্রয়োজন
ছিল না কিন্তু করা হয়েছে বুঝাতে need not have + v.p.p ব্যবহৃত হয় ।

- You need not go to school. তোমার স্কুলে যাবার দরকার নেই ।
-How dare you say so? তুমি কোন সাহসে এমন কথা বললে?
-You need not have gone there. তোমার সেখানে যাবার দরকার ছিল না।

Used to : অতীতে অভ্যাস ছিল, এখন নেই বুঝাতে ব্যবহৃত হয় । উল্লেখ্য, শুধু Used to-এর পর Verb -এর Present form হয় কিন্তু অভ্যস্ত হওয়া বুঝাতে be/get used to-এর পর Verb -এর সাথে ing যুক্ত হয় । (দেখুন 15.15)
He use to ride bicycle.
 

Had better: কোনো কিছু করা ভালো এমন ধারণা প্রকাশ করতে had better ব্যবহৃত হয়। উল্লেখ্য যে, had better দেখতে Past perfect-এর মতো মনে হলেও আসলে এটি present/future-এর অর্থ দেয় । এর পর যথানিয়মে verb-এর present form বসে।
-I had not better be late.
 

Would rather : কোনো বিষয়কে অধিকতর প্রাধান্য দেয়া বা একটি বিষয়কে অন্যটির চেয়ে বেশি পছন্দ করা বুঝাতে would rather ..... than ব্যবহৃত হয়। উল্লেখ্য যে, than থাকলে এর পূর্বে ও পরে verb-এর Present form বসে।
-The boy from the village said, 'I would rather starve than beg.

Content added By

Promotion