দেখিলাম এ কালের আত্মঘাতি মৃঢ় উন্মত্ততা , দেখিনু সর্বাঙ্গে তার বিকৃতির কদর্য বিদ্রুপ । একদিকে স্পর্ধিত ক্রুরতা, মত্ততার নির্লজ্জ হুংকার , অন্যদিকে ভীরুতার , দ্বিধাগ্রস্ত চরণবিক্ষেপ, বক্ষে আলিঙ্গিয়া ধরি । কৃপণের সতর্ক সম্বল-সন্ত্রস্ত প্রাণীর মতাে। ক্ষণিক গর্জন-অন্তে ক্ষীণ স্বরে তখনই জানাই। নিরাপদ নীরব নম্রতা।(সারাংশ লিখুন)
এ কালের দৃশ্যটি অত্যন্ত মন্দ এবং চিন্তামূলক। সমাজের প্রতিনিধিত্ব করা উচিত পরিস্থিতির মধ্যে পর্যায়ক্রমে হেঁটে যাচ্ছে অস্ত্রোচ্চারণ, অন্ধ প্রতিদ্বন্দ্বীতা, স্বতন্ত্রতার অভাব, এবং নৈতিক মূল্যবোধের হারানো অবস্থা। এ দৃশ্যে অনুভব হচ্ছে ক্রুরতা, অসহ্য প্রহরণ, এবং অমানুষিক ব্যবহারের উত্কৃষ্ট উদাহরণ। প্রত্যাশা ও নিরাপদতা এ সময়ে অস্তিত্বে নেই। এই সময়ে সতর্কতা ও শান্তিপূর্ণতা অত্যন্ত প্রয়োজন।
অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা: যাদের হৃদয়ে কোনাে প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলােড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি, এখনাে যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় । মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।(সারাংশ লিখুন)
আমি যে দেখিন তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কী যন্ত্রণায় মরিছে পাথরে নিস্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তরে তাই তাে তােমার শুধুই অশ্রুজলেযাহারা তােমার বিষাইছে বায়ু নিভাইছে। তব আলাে, তুমি কী তাদের ক্ষমা করিয়াছ, তুমি কী বেসেছ ভাল?(সারাংশ লিখুন)
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?