বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর || অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (24-05-2024) || 2024

All Written Question

গুণ যদি থাকে দিব নিজ পরিচয়, তবু এত বাচালতা সমুচিত নয়। কস্তুরীর পরিচয় তাহার সুবাসে। জ্বলিবে না ভুলিবে না কেউ তাহা ভাষে। ভাল টাকা বলি কেন করিছ কসম, বাজাইলে বুঝা যাবে খাঁটি কি রকম।

= মানব জীবনের সফলতা হলো কর্মে এবং গুণে। কর্মের মাধ্যমে মানুষের প্রকৃত পরিচয় পাওয়া যায়। শুধু মুখে মুখে নিজের গুণের কথা না বলে কর্মের মাধ্যমে নিজেকে প্রকাশ করা উচিত। মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায় মনুষ্যত্ব এবং সৎকর্মের মাধ্যমে।