Job

Related Question

View More
No answer found.
Answer the Question and earn rewards! 🏆✨ <br> Provide correct answer to Question, help learners, and get rewarded for your contributions! 💡💰'
Ans

২১.০৬.২০১৮ইং                                                                                                                                                                                                                                 ফরিদপুর 

প্রিয় শাওন, 

চিঠির শুরুতেই তোমাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। কিছুদিন আগে শুনলাম তুমি এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে পাস করেছো। খবরটা শুনে অনেক ভালো লেগেছে। তবে আমি ইদানিং লক্ষ্য করলাম তুমি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একাউন্ট তৈরি করে সব সময় অনলাইনে থাকছো। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অনলাইনে প্রযুক্তির সাথে থাকাটা বাঞ্চনীয়। তবে এই ফেসবুক চালনায় সুফলের সাথে বিদ্যমান কুফলের দিক বিদ্যমান। ফেসবুক চালনায় অনেক সময় নেশায় পরিণত হয় বন্ধুবান্ধবদের সাথে ফেসবুকে অনলাইন থাকার জন্য। যা তোমার পড়াশুনার পরবর্তী জীবনে বাধার সৃষ্টি হতে পারে। তাছাড়া পড়াশুনার সময় ফেসবুক ব্যবহারে তোমার জীবনের লক্ষ্য অর্জনের পথ হারিয়ে যেতে পারে। ফেসবুকিং এর বিভিন্ন পেজ সমূহ তোমাকে উৎসাহিত করবে যাতে তুমি অযথাই ফেসবুকে অনলাইনে থেকে সময় নষ্ট করো। ফেসবুক ব্যবহারের ফলে তুমি নানা ধরনের কুকর্মে জড়িত হয়ে যেতে পারো। ফেসবুক ব্যবহারে তুমি অবধাই খারাপ দিক পারো। তোমার এই পড়াশুনা এবং জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে ফেসবুক চালনায় লের থেকে কুফলই বেশি অর্জন কর তাই আমি বড়ভাই হিসেবে তোমার দৃষ্টিআকর্ষণ করে ফেসবুকের নানান কুফল দিক তুলে ধরলাম। 

আমার দোয়া তোমার জন্য সব সময় থাকবে। বাড়ির সকলকে আমার সালাম দিও। 

তোমার বড় ভাই

টুলু                                                                                                                                     

                           

তারিখঃ ০৫.০১.২০১৯ 

বরাবর 
ব্যবস্থাপক 
তিতাস গ্যাস লিমিটেড 
নবাবগঞ্জ, ঢাকা। 

বিষয়: বাড়িতে নতুন গ্যাস সংযোগ প্রদানের জন্য আবেদন। 

জনাব, 
বিনীত নিবেদন এই যে, আমার বাড়ি নবাবগঞ্জ জেলার শিমুলিয়ায়। আমার বাড়ির আশে পাশের বাড়িগুলোতে গ্যাস সংযোগ পেলেও আমি এখনও আমার বাড়িতে গ্যাস সংযোগ পাইনি। আমি নিয়মিত হোল্ডিং ট্যাক্স, পৌরকর, পয়কর ইত্যাদি সকল সরকারি কর নিয়মিত প্রদান করে আসছি। 

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে আমার বাড়িতে গ্যাস সংযোগ প্রদান করে আমাকে বর্ধিত করিবেন। 

নিবেদক 
মোঃ সলিমুল্লাহ খান 
বাসা নং ৪৮:৪ 
রোড নংঃ ৭ 
সেকশন ১১ 
নবাবগঞ্জ, ঢাকা-১২১৫।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...