SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

On his way home from shopping. Mobarok must travel due south for 5 miles and then due east for another 12 miles to reach his house. If Mobarok could travel in a straight line from the store to his house, how many fewer miles would he travel?

Created: 1 year ago | Updated: 10 months ago

প্রশ্নে বলা হচ্ছে, শপিং করে বাড়ি ফেরার সময় মোবারক 5 মাইল দক্ষিণে এবং তারপর পূর্বদিকে বরাবর আরো 12 মাইল গেলেন। শপিংমল থেকে সরাসরি তার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলে তিনি কত মাইল পথ কম হাঁটিতেন?  

এখন প্রশ্নঅনুযায়ী চিত্রটি আঁকিঃ 

চিত্রে দেখা যাচ্ছে যে, A যদি শপিং মল হয়, 

তবে মোবারক দুইভাবে তার বাড়ি c তে পৌঁছাতে পারে। 

i) এর পথ দিয়ে গেলে তাকে 5+12=17 মেইল পথ অতিক্রম করতে হয়। 

ii) এর পথ দিয়ে গেলে তাকে শুধু 13 মেইল পথ অতিক্রম করতে হয়। 

কারণ, 52 + 122 = 132 [পিথাগোরাসের সূত্রানুযায়ী] 

কম যেতে হতো = 17-13 = 4 মাইল। 

10 months ago

গণিত

.

Content added By
Content updated By

Related Question

View More

ক ৯ দিনে করে ১টি কাজ 

ক ১ দিনে করে ১/৯ অংশ 

আবার,

খ ১৮ দিনে করে করে ১টি কাজ 

খ ১ দিনে করে ১/১৮ অংশ

ক + খ একত্রে করে ( ১/৯ + ১/১৮) = ১/৬ 

খ ১ দিনে করে ১/১৮ অংশ 

খ ৬ দিনে করে ( ৬*১/ ১৮) = ১/৩ অংশ 

কাজ বাকি  ( ১- ১/৩) = ২/৩ অংশ 

ক+খ ১/৬ অংশ করে ১ দিনে 

ক+খ ২/৩ অংশ করে ( ৬*২/৩) = ৪ দিনে 

অতএব মোট সময় ( ৬+৪) = ১০ দিন ( উত্তর )  

10 months ago

ইংরেজিতে ফেল করেছে    (১০০- ৭০)%  =  ৩০% 

বাংলায় ফেল করেছে       (১০০- ৮০)%   = ২০% 

শুধু ইংরেজিতে ফেল করেছে = (৩০ - ১০)% = ২০% 

শুধু বাংলায় ফেল করেছে    = (২০ - ১০)% = ১০% 

উভয় বিষয়ে পাস করেছে     = ১০০% - (২০% + ১০% + ১০%) = ৬০% 

  প্রশ্নমতে, 

         শিক্ষার্থী সংখ্যা         ৬০%  = ৩৬০ জন

        শিক্ষার্থী সংখ্যা          ১%    = ৩৬০/৬০  জন

  ∴    শিক্ষার্থী সংখ্যা     ১০০%    = ৩৬০/৬০ ×১০০ জন

                                               = ৬০০০ জন। 

1 year ago

দেয়া আছে, 

দিন বাকি থাকে... (৮০-২০)=৬০ দিন

কাজ বাকি থাকে…(পূর্ন অংশ বা ১অংশ - ১/৫ অংশ)=৪/৫ অংশ

প্রশ্ন মতে,

          ২০ দিনে ১/৫ আংশ কাজ করে ৬০জন লোকে 

           ১   “       ১/৫  “            ” ৬০*২০ “ ”

           ১   “         ১   “            ” ৬০*২০*৫ “  ”

           ৬০  “      ৪/৫   ”        “   ৬০*২০*৫*৪/৬০*৫  ”  " 

                                                 = ৮০ জন

     অতিরিক্ত লোক লাগবে  (৮০-৬০)= ২০ জন (উওর)     

1 year ago