উদাহরণসহ উপমান কর্মধারয় সমাস এর সংজ্ঞা দাও ।

Created: 1 year ago | Updated: 1 year ago
উপমান অর্থ তুলনীয় বস্তু । প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে । যেমনঃ ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ= ভ্রমরকৃষ্ণকেশ । এখানে ভ্রমর উপয়ান এবং কেশ উপমেয় । কৃষ্ণত্ব হলো সাধারণ ধর্ম । সাধারণ ধর্ম বাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয়, তাকে উপমান কর্মধারায় সমাস বলে । যথঃ তুষারের ন্যায় শুভ্র= তুষারশুভ্র ।
1 year ago

বাংলা

Please, contribute to add content.
Content

Related Question

View More