বোরের মডেল অনুযায়ী ইলেকট্রনের শক্তি E = - R/n2 সমীকরণ থেকে হিসাব করা যায়, যেখানে R = 2.18 x 10-18J এবং n হল প্রধান কোয়ান্টাম সংখ্যা। যদি ইলেকট্রন n = 3 শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে স্থানান্তরের ফলে উৎপন্ন ফোটন Balmer Series এ একটি লাইন বর্ণালী তৈরি করে, তাহলে- (i) বিকিরিত ফোটনের শক্তির সমীকরণটি বের কর।

(ii) উক্ত সমীকরণের সাহায্যে উৎপন্ন ফোটনের তরঙ্গদৈর্ঘ্য ন্যানোমিটারে নির্ণয় কর।

Created: 1 year ago | Updated: 1 year ago

(i) E1=-RH32;E2=-RH22;E=E1-E2=RH4-RH9 

অতএব, বিকিরিত শক্তির সমীকরণ, E=RH14-19=536RH

(ii) বিকিরিত শক্তি =536RH=3.0278×10-9J

E=hcλλ=656.52 nm

1 year ago

রসায়ন

Please, contribute to add content.
Content

Related Question

View More

হাইড্রোজেন বিকিরণ বর্ণালির পাঁচটি সারির নামঃ 

  1. লাইমেন 
  2. বামার 
  3. প্যশ্চেন 
  4. ব্র্যাকেট 
  5. ফুনড্
11 months ago

বোরের পরমাণু মডেলের অনেক সফলতা থাকলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে।

বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলি নিম্নরূপঃ

১. বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুসমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না।

২. বোরের পরমাণু মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির পরিপন্থী।

৩. এ মডেল ইলেকট্রনের কণা ধর্ম ব্যাখ্যা করতে পারলেও তরঙ্গ ধর্ম ব্যাখ্যা করতে পারে না।

৪. এক শক্তিস্তর হতে অপর শক্তিস্তরে ইলেকট্রনের স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীতে একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা। কিন্তু পরবর্তীতে গবেষণা করে দেখা গেছে প্রতিটি রেখা একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত। এর ব্যাখ্যা বোর মডেল দিতে পারেনা।

৫. বোরের পরমাণু মডেল হতে পরমাণুর ত্রিমাত্রিক কাঠামো সম্পর্কে কোন ধারণা পাওয়া যায় না।

বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সত্ত্বেও এ মডেল পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে। 

এজন্য বোর পরমাণু মডেল সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

1 year ago

তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পশ্চার দিকে গমন করবে এবং কমালে সম্মুখ দিকে গমন করবে

সাম্যবস্থায় চাপ বৃদ্ধি করা হলে সম্মুখ দিকে গমন করবে এবং হ্রাস করা হলে পশ্চাৎমুখী হবে

11 months ago